ফুটবলের মতো কেন ‘প্রোটেকশন গিয়ার’ পরে খেলছেন ভারতীয় বোলার ঋষি ধাওয়ান? অনেকের মনেই প্রশ্ন জেগেছিল। ক্রিকে'টে কেন এই প্রোটেকশন গিয়ার। প্রশ্ন উঠারই কথা, ক্রিকে'টে তো সচরাচর এমনটা দেখা যায় না!
আসলে রঞ্জি ট্রফিতে মুখে বল লেগেছিল পাঞ্জাব কিংসের বোলার ঋষি ধাওয়ানের। সেই কারণেই ‘প্রোটেকশন গিয়ার’ পরে খেলছেন। যিনি ছয় বছর পর আইপিএলের কোনও ম্যাচে খেলতে নেমেছেন।
এবারের রঞ্জি ট্রফির মধ্যে বোলিংয়ের সময় ফল থ্রু’তে ঋষির মুখে বল লেগেছিল। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তারপর নাকে অ'স্ত্রোপচার হয়েছিল।
সেজন্য সতর্কতামূলক পদ'ক্ষেপ হিসেবে সেই বিশেষ ‘প্রোটেকশন গিয়ার’ পরেছেন ঋষি। যিনি চেন্নাইয়ের বিরু'দ্ধে এদিন মাঠে নেমেই নিয়েছেন দুইটি উইকেট। আউট করেছেন চেন্নাইয়ের তারকা শিবম দুবে ও মেগাস্টার এমএস ধোনিকে।
চেন্নাইয়ের বিরু'দ্ধে ম্যাচের আগেরদিন পাঞ্জাব কিংসের তরফে একটি ভিডিয়ো পোস্ট করা হয়। তাতে ঋষি বলেন, ‘আমি চার বছর পর আইপিএলে ফিরতে চলেছি। তাই রঞ্জি ট্রফিতে চোট পাওযার পর কিছুটা মন খারাপ হয়ে গিয়েছিল।
আমা'র অ'স্ত্রোপচার হয়েছিল। সেজন্য প্রথম চারটি ম্যাচে খেলতে পারিনি। এখন আমি পুরোপুরি ফিট হয়ে গিয়েছি। এখন দলে ঢোকার জন্য তৈরি আছি। আমি কঠোরভাবে প্র'শিক্ষণ করে যাচ্ছিলাম। ভালোভাবে প্রত্ যাব'র্তনের আশা করছি।’
উল্লখ্য, ঋষিকে এবার আইপিএলের মেগা নিলামে ৫৫ লাখ টাকায় দলে নিয়েছে পাঞ্জাব কিংস।