ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে ১৫ কোটি ২৫ লাখ রুপিতে ঈশান কিশানকে কিনেছিল মুম্বাই ইন্ডিয়ান্স। কিন্তু দলের খারাপ ফর্মের মতো খারাপ অবস্থা ঈশান কিশানেরও। ব্যাটে রান নেই তাঁর। ৮ ম্যাচ ২৮.৪২ গড়ে ১৯৯ রান করেছেন ঈশান।
চলতি বছরই অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই দলে কি সুযোগ পাবেন ঈশান? সুনীল গাভাস্কার কিন্তু বলছেন অন্য কথা।
চলতি আসরে শর্ট বল খেলতে সমস্যা হচ্ছে ঈশানের। তাই প্রায় সব প্রতিপক্ষ ঈশানের বিরু'দ্ধে শর্ট বলের পরিকল্পনা করে নামছে। টি-টোয়েন্টি বিশ্বকাপেও সেই চিত্র দেখা দিতে পারে বলে সতর্ক করছেন গাভাস্কার
তিনি বলেন, ‘ভুলে গেলে চলবে না অতীতেও শর্ট বলের সামনে সমস্যায় পড়েছে ঈশান। এটা ভালো উদারহণ নয়। অস্ট্রেলিয়ায় পিচের বাউন্স আরও বেশি। এখানেই (ভারতে) খেলতে পারছে না। তা হলে অস্ট্রেলিয়ায় কীভাবে খেলবে?
গাভাস্কার আরো বলেন, ‘ওখানেও (অস্ট্রেলিয়ায়) বোলাররা ওকে শর্ট বল করে যাব'ে। সব বল কো মর'ের উপরে আসবে। কী করে সেই বল খেলবে ঈশান?’