বাইশ গজে ক্রিকেটীয় লড়াইতে খেলোয়াড়রা হলেন একটি গু'রুত্বপূর্ণ অংশ৷ কিন্তু তাঁদের নিজস্ব জীবনে শুধু ক্রিকেট নয় রয়েছেন তাঁদের স্ত্রী’ বা বান্ধবীরাও৷
শুধু ক্রিকেটাররা নন, তাঁদের বেটার-হাফরাও অনেক জনপ্রিয়৷ ড্রেস থেকে শুরু করে খেলাধূলা ,অ’ত্যাধুনিক সরঞ্জাম ব্যবহার, ফ্যাশন কোনও কিছুতেই পিছিয়ে থাকেন না তাঁরা৷
এক নজরে দেখে নেওয়া যাক এরকমই কয়েকজন ক্রিকেটারদের সুন্দরী স্ত্রী’ বা বান্ধবীদের৷ যারা কিনা জনপ্রিয়তার দিক থেকে কোনও অংশে কম যান না৷
হেজে’ল কিচ ও যুবরাজ সিং:
২০১১ সালে ক্রিকেট বিশ্বকাপ জয়ের নায়ক যুবরাজ সিং ক্যান্সার বি’রু'দ্ধে লড়ে ফের একবার বাইশ গজে ফিরে এসেছেন৷ কিন্তু তাঁর জনপ্রিয়তাকে সমানভাবে ট’ক্কর দেওয়ার ক্ষমতা রাখেন বর্তমানে তাঁর বাগদত্তা হেজে’ল কিচ৷ কয়েকদিন আগেই চুপিসারে আংটি দল করেন দু’জনে৷ হেজে’ল আসলে ব্রিটিশ-ম’রিশিয়ান মডেল৷ এছাড়া বডিগার্ডের মতো সিনেমাতেও তাঁকে অ’ভিনয় করতে দেখা গিয়েছে৷
ড্যানিয়েলা অ্যান্ডারসন ও জেমস অ্যান্ডারসন:
আরেক ইংরেজ খেলোয়াড় জেমস অ্যান্ডারসনের ঘরণী ড্যানিয়েলা আবার প্রাক্তন মডেল৷ দুই সন্তানের মা ড্যানিয়েলা ২০০৬ সালে জেমসকে বিয়ে করেন৷ অ্যান্ডারসনের সুন্দরী স্ত্রী’ এখনও তিনি ইংল্যান্ডের ক্রিকেট মহলে অ’ত্যন্ত জনপ্রিয়৷
উম্মে আহমেদ শিশির ও সাকিব আল হাসান:
সাকিব-শিশিরের প্রে’ম কাহিনি
বাংলাদেশ ও আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের খেলোয়াড় সাকিব আল হাসান যতটা জনপ্রিয় তাঁর স্ত্রী’ শিশিরও সমানভানে জনপ্রিয়৷ ১৯৮৯ সালে বাংলাদেশের নারায়নগঞ্জে জন্মানো শিশির ২০১১তে সাকিবের প্রে’মে পড়েন৷ বিয়ের পর ২০১৫ সালের নভেম্বরে তাঁদের প্রথম সন্তানের জন্ম হয়৷ কিন্তু এক সন্তানের মা হওয়া সত্বেও নিজেকে সুন্দর ভাবে ক্যারি করতে পারেন সাকিব পত্নী৷
মায়ান্তি ল্যা'ঙ্গার ও ষ্টুয়ার্ট বিনি:
ভা’রতীয় ক্রিকেটারদের স্ত্রী’ বা বান্ধবীদের মধ্যে অন্যতম সুন্দরী হলেন মায়ান্তি ল্যা'ঙ্গার৷ পেশায় তিনি টেলিভিশনে স্পোর্টস জার্নালিস্ট৷ কিন্তু নিজের লাস্যময়ী শরীরের ভা’রতীয় ক্রিকেট সম’র্থকদের কাছে তিনি অ’ত্যন্ত জনপ্রিয়৷ ২০১২ সালে রজার বিনির পুত্র ষ্টুয়ার্ট বিনিকে বিয়ে করেন তিনি৷
আহমেদ শাহ’জাদ ও সানা মুরাদ:
পা’কিস্তানের মে’য়েদের হার্টথ্রব ছিলেন শাহ’জাদ। সেই সব মে’য়েদের হৃদয় ভেঙে দিয়ে ২০১৫-য় সানা মুরাদকে বিয়ে করেন শাহ’জাদ। এই ক্রিকেটারের স্ত্রী’ দেখতেও কম লাস্যময়ী নন।
গীতা বসরা ও হরভজন সিং:
বলিউড ও ক্রিকে’টের মেলবন্ধনের ঘটনা বহু পুরানো৷ বলি অ’ভিনেত্রী গীতা বসরা ও হরভজন সিংয়ের স’ম্পর্কটি যার অন্যতম উদাহ’রণ৷ গত বছর দু’জনে বিবাহবন্ধনে আব'দ্ধ হন৷ তবে তাঁর আগে গীতা ও ভাজ্জি চুটিয়ে প্রে’ম করেছেন গত কয়েকবছর৷ সিনেমা’র পর্দায় অ’ভিনয়ের পাশাপাশি মডেলিংও করেছেন গীতা৷
সানিয়া মির্জা ও শোয়েব মালিক:
ভা’রত-পা’কিস্তানের মধ্যে রাজনৈতিক শত্রুতা থাকলেও দেশের টেনিস সুন্দরী ও মহিলাদের মধ্যে বিশ্বের অন্যতম সেরা ডাবলস খেলোয়াড় সানিয়া মির্জা বিয়ে করেছেন পা’কিস্তানের ক্রিকেটার শোয়েব মালিককে৷ স্বামীর জনপ্রিয়তা কখনোই প্রভাব ফেলেনি সানিয়ার খেলায়৷ এই মুহুর্তে হায়দরবাদি কন্যা ও মা’র্টিনা হি'ঙ্গিসের জুটি বিশ্বে একনম্বর স্থানে রয়েছে৷
বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা:
বর্তমানে ভা’রত সহ ক্রিকেট বিশ্বের অন্যতম আলোচনার বি'ষয়বস্তু এই জুটি৷ বলিউড অ’ভিনেত্রী অনুষ্কা শর্মা যেমন জনপ্রিয়, ভা’রতের টেস্ট দলের অধিনায়ক বিরাটও রয়েছেন স্বপ্নের ফর্মে৷ সম্প্রতি অন্তস'ত্ত্বা হয়েছেন তার স্ত্রী’ অনুস্কা শর্মা। তাদের সংসারে খুব শীঘ্রই আসতে চলেছে নতুন অ’তিথি।
তামিম ইকবাল ও আয়েশা:
বিয়ের পিড়িতে তামিম-আয়েশা – The Dhaka Times
সেই চট্টগ্রামের সানসাইন গ্রামা’র স্কুল অ্যান্ড কলেজে পরিচয় বাংলাদেশ জাতীয় দলের হার্ড হিটার ব্যাটসম্যান তামিম ইকবাল ও আয়েশা সিদ্দিকার। প্রথম দেখাতেই তামিমের ভালো লাগা, প্রে’ম। অ’তঃপর ২০১৩ সালের ২২ জুন বিবাহ বন্ধনে আব'দ্ধ হন দু’জন।
বেন স্টোকস ও ক্লারে
Ben Stokes’ wife responds to reports of cricketer choking her
২০১৩ সালে ক্লারেকে বিয়ে করেন ইংলিশ তারকা বেন স্টোকস। এই দম্পতির ঘরে দুইটি সন্তান রয়েছে। ক্রিকেট মাঠে স্বামীকে সবসময়ই সর্মথন দিয়ে আসছেন ক্লারে।