একের পর এক হারে বিপর্যস্ত মুম্বাই ইন্ডিয়ান্স। এবারের আইপিএলে টানা ৮টি ম্যাচ হেরেছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। মুম্বাইয়ের জয়হীন অধিনায়ক রোহিত শর্মা যেন ঝড়ের কবলে পড়া এক নাবিক। এমন বিদঘুটে পারফরম্যান্স মানতে কষ্ট হচ্ছে তারও।
টানা ‘৮’ ম্যাচ হেরে রোহিত বলছেন, ‘এমন হয়!’২
একের পর এক হারে বিপর্যস্ত রোহিতও।
একটা সময় মুম্বাইয়ের বিরু'দ্ধে যেকোনো দলের খেলা হলে মুম্বাইয়েই ফেভারিট ভাবা 'হত। সেই চিত্র বদলে গেছে এবার। বলা বাহুল্য, টানা ৮ পরাজয়ে হারের রেকর্ড গড়ার পর মুম্বাই-ই এবারের আসরের সবচেয়ে ‘আন্ডারডগ’ দল হিসেবে শোভা পাবে টুর্নামেন্টের বাকি অংশে।
রোহিত মনে করেন, তার দলের এই নজিরবিহীন ব্যর্থতার দায় কেবলই ব্যাটিং ইউনিটের। এজন্য তিনি নিজেকেও কাঠগড়ায় দাঁড় করছেন।
রোহিত বলেন, ‘আমি মনে করি আ মর'া বোলিং ঠিকঠাক করেছি। উইকেট ব্যাটিংবান্ধব ছিল, বল করা সহজ নয় এখানে। তবে এই রানও তাড়া করার মত ছিল। যথেষ্ট ভালো ব্যাট করতে পারিনি। এমন লক্ষ্য তাড়া করতে গেলে ভালো পার্টনার'শিপ লাগে। আমিসহ অনেকেই দায়িত্বহীন শট খেলেছি।’
টানা ‘৮’ ম্যাচ হেরে রোহিত বলছেন, ‘এমন হয়!’
আইপিএলে আগে কখনও কোনো দল প্রথম ৮ ম্যাচ হারেনি।
‘পুরো টুর্নামেন্ট জুড়েই আ মর'া বাজে ব্যাটিং করছি। ব্যাটারদের দায়িত্ব নিয়ে লম্বা ইনিংস খেলতে হবে। প্রতিপক্ষ তা করতে পারছে ঠিকই, এটাই কষ্ট দিচ্ছে। আমা'দের অন্তত একজনকে নিশ্চিত করা উচিৎ সে লম্বা সময় ব্যাট করতে পারবে।’
মুম্বাই এবার যাদের ওপর আস্থা রেখেছিল, তারা প্রত্যেকেই আছেন অফ ফর্মে। তবুও দল নিয়ে তেমন পরীক্ষানিরীক্ষা করতে দেখা যাচ্ছে না দলটিকে। রোহিত জানালেন, কেন অফ ফর্মে থাকা ক্রিকেটারদের বারবার সুযোগ দেওয়া হচ্ছে।
তিনি জানান, ‘এমন পারফরম্যান্স নিয়ে সবাই আলাপ করছে। আমা'দের দলটাকে মজবুত করতে হবে, সবাই প্রাপ্য সুযোগ পাচ্ছে তা নিশ্চিত করতে হবে। যখন জাতীয় দলের হয়ে খেলে, তাদের দায়িত্ব ভিন্ন থাকে। এখানে আ মর'া তাদের ভিন্ন দায়িত্ব দেই। তাই আ মর'া একাদশে বেশি পরিবর্তন না এনে কম্বিনেশন খোঁজার চেষ্টা করেছি। আ মর'া যেমন চেয়েছিলাম এই মৌসুম মোটেও তেমন যাচ্ছে না। তবে এমন হয়!’