শিরেনাম দেখে অবাক হওয়ারই কথা। একজন ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক। অন্যজন ইংল্যান্ড ফুটবল দলের বর্তমান অধিনায়ক। দুজনেই নিজ নিজ অ'ঙ্গনে সুপারস্টার।
ক্রিকেট বিশ্বের বাইরের বহু বিখ্যাত ব্যক্তিত্ব আছেন বিরাট কোহলির ভক্তকূলে। তাদের মধ্যে অন্যতম ইংল্যান্ডের ফুটবল অধিনায়ক হ্যারি কেন।
দীর্ঘ রানখরায় ভূগে সমালোনার নিশানায় থাকা কোহলির ব্যাটিংয়ের উচ্ছসিত প্রশংসা শোনা গেল তার মুখে।
গত আড়াই বছর ধরে চেনা ছন্দে দেখা যাচ্ছে না কোহলিকে। আইপিএলেও তার ব্যাটে রানের খরা। পর পর দু’টি ম্যাচে ‘গোল্ডেন ডাক’ মেরেছেন।
সম্প্রতি কোহলির ব্যাটিং নিয়ে অনেকেই উদ্বেগ প্রকাশ করছন। কিন্তু সেই দলে নাম লেখাতে নারাজ আইপিএলের নিয়মিত দর্শক টটেনহ্যাম হটস্পারের স্ট্রাইকার।
তার প্রিয় দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যা'ঙ্গালোর। কারণ এই ফ্র্যাঞ্চাইজিতেই খেলেন তার ঘনিষ্ঠ বন্ধু কোহলি।
এক সাক্ষাতকারে হ্যারি কেন বলেছেন, ‘আমা'র প্রিয় দল আরসিবি। আমি ভাগ্যবান কারণ বিরাট কোহলির স'ঙ্গে কয়েকবার দেখা এবং কথা বলার সুযোগ হয়েছে। কোহলির ব্যাটিং দেখতে অসাধারণ লাগে।
কোহলি সেই মানুষ যার পা থাকে মাটিতে। তার ব্যাটিংয়ে আগু'ন আছে। আবেগ আছে। তাকে খেলতে দেখা সত্যিই দুর্দান্ত ব্যাপার।
বে'ঙ্গালুরুর দল নিয়ে আশাবাদী কেন বলেছেন, ‘এবার ব্যা'ঙ্গালোর দলে বেশ কয়েক জন ভালো ক্রিকেটার নেওয়া হয়েছে। শুরুটাও ভালো করেছে ওরা। আ মর'া ক্রিকেট খেলতে ভালোবাসি। এই মুহূর্তে আইপিএল দেখাটা বেশ উপভোগ করছি। ‘