চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে নো বলের সি'দ্ধান্ত নিয়ে অব্যা'হত বিতর্ক। দুটি পক্ষও তৈরি হয়ে গিয়েছে। তারইমধ্যে মাঠের একাধিক দৃশ্য নেটদুনিয়ার কাছে হাসির খোরাক হয়ে উঠেছে। ভাইরাল হয়ে গিয়েছে সেইসব ছবি এবং ভিডিও।
আসলে কি ঘটেছিল মাঠে-
শুক্রবার রাজস্থান রয়্যালসের বিরু'দ্ধে ২২৩ রান তাড়া করতে নেমে শেষ ওভারে জয়ের জন্য ৩৬ রান প্রয়োজন ছিল দিল্লির। প্রথম তিনটি বলে ছক্কা মা'রেন রোভম্যান পাওয়েল। কিন্তু তৃতীয় বলটি কো মর'ের উপর হয়েছে কিনা, তা নিয়ে বিতর্ক শুরু হয়। অনফিল্ড আম্পায়াররা নো বল দেননি। তৃতীয় আম্পায়ারের কাছে বিবেচনার জন্য পাঠানো হয়নি। তা নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়।
ব্যাটার পাওয়েল প্রথমে আম্পায়ার নীতিন মেননের স'ঙ্গে তর্ক জুড়ে দেন। তারইমধ্যে ক্রিজে থাকা পাওয়েলদের মাঠ থেকে বেরিয়ে আসার ই'ঙ্গিত করতে থাকেন দিল্লি অধিনায়ক পান্ট। সেইসময় দিল্লি অধিনায়কের কাছে চলে আসেন ওয়াটসন। দু’জনকে কিছু কথা বলতে দেখা যায়। তাতেও পরিস্থিতি শান্ত হয়নি। পান্টের স'ঙ্গে কথা বলে মাঠে নেমে আসেন দিল্লির কোচ প্রবীণ আ মর'ে।
First ever declaration in the history of t20i cricket 😄 🤣 #RishabhPant #DCvRR #IPL2022 pic.twitter.com/sZMILcwmJX
— Shivam Sharma (@shivam8o) April 22, 2022
উল্লেখ্য, ২০১৯ সালে এই রাজস্থানের বিরু'দ্ধেই নো বল বিতর্কে মাঠে ঢুকে এসেছিলেন চেন্নাই সুপার কিংসের প্রাক্তন অধিনায়ক ম হে'ন্দ্র সিং ধোনি। কো মর'ের উপর বল ছিল কিনা, তা নিয়েই বিতর্ক হয়েছিল। সেই ঘটনা নিয়েও তুমুল শোরগোল পড়েছিল।