এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের আসরে প্রাক্তন নাইট অধিনায়ক দীনেশ কার্তিক একেবারে জ্বলে উঠেছেন রয়েল চ্যালেঞ্জার্স ব্যা'ঙ্গালোরের জার্সি গায়ে। এখনো পর্যন্ত তাকে ম্যাচ ফিনিশার এর ভূমিকায় দেখা গিয়েছে চারটি ম্যাচে। এবং কয়েকটি ম্যাচ জিতেছে লোয়ার অর্ডারে ব্যাট করেও।
অন্য একজন তো আবার লিখে বসেছেন, ‘দীনেশ কার্তিক পৃথিবীর সর্বকালের সেরা ক্রিকেটার।’
আবার অন্য একজনের বক্তব্য,’ দীনেশ কার্তিক আরসিবির হয়ে ম্যাচ শেষ করেই ড্রেসিং রুমে প্রবেশ করেন।’
কার্তক এখন পর্যন্ত আরসিবির হয়ে এই বছরে তিনি ৬ টি ইনিংস খেলেছেন এবং আউট হয়েছেন মাত্র একবার।
রাজস্থান রয়েলসের বিরু'দ্ধে ম্যাচের সেরার পুরস্কার পাওয়ার পর তিনি বলেন, ‘আমি নিজেকে ক্রমাগত বলে আসছি যে আমি এখনও শেষ হয়ে যায়নি। আমি প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি।’
Dinesh Karthik is averaging and striking at 200+ in IPL 2022.
Unbelievable😮
📸: Disney+Hotstar pic.twitter.com/cRmOspR98f
— CricTracker (@Cricketracker) April 19, 2022
উল্লেখ্য, অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠান টি-টোয়েন্টি বিশ্বকাপে দীনেশ কার্তিককে অনেকেই স্কোয়াডে যাচ্ছেন।
India fans, would you like to see Dinesh Karthik in India’s #T20WorldCup squad later this year? pic.twitter.com/uJR5SeejmS
— ESPNcricinfo (@ESPNcricinfo) April 20, 2022
What if ❓🤔@ABdeVillierসূত্রঃ7 🤜🤛@DineshKarthik
📸: IPL/BCCI pic.twitter.com/jZIM7oV1wL
— CricTracker (@Cricketracker) April 19, 2022