ফুটবল মাঠে বরাবরই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। হোক সেটা জাতীয় দল কিংবা বয়স ভিত্তিক টুর্নামেন্ট। আমেরিকার অন্যতম সেরা দুই দল বয়স ভিত্তিক টুর্নামেন্টেও একে অ'পরের চিরপ্রতিদ্বন্দ্বী। সম্প্রতি মন্টাগু'য়ে অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্টে আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল।
টুর্নামেন্টের ফাইনালে এদিন ম্যাচের শুরুতেই তৃতীয় মিনিটে আর্জেন্টিনা যুবাদের বিপক্ষে এগিয়ে যায় ব্রাজিলের যুবারা। তবে ম্যাচে সমতায় ফিরতে খুব বেশি সময় লাগেনি। ১৩ মিনিটেই ব্রাজিলের জালে বল পাঠিয়ে ১-১ সমতায় আসে।
ম্যাচের প্রথমা'র্ধের শেষের দিকে ৩৯ মিনিটে পেনাল্টি পায় ব্রাজিল। দারুণ সুযোগে লিডটা ২-১ করে নেয় ব্রাজিলের যুবারা। এরপর পুরো ম্যাচে আর কোন গোলের দেখা পায়নি কোন দলই। ফলে জয় পায় ব্রাজিল।
টুর্নামেন্টে এ গ্রুপে ছিল আর্জেন্টিনা। গ্রুপ পর্বে তারা হারিয়ে এসেছে পর্তুগাল, ফ্রান্স ও বেলজিয়ামকে৷ অন্যদিকে বি গ্রুপে থাকা ব্রাজিল পরাজিত করে মেক্সিকো, নেদারল্যান্ডস ও ইংল্যান্ডকে।