এ মর'শুমে মুম্বই ইন্ডিয়ান্সের অবস্থা শোচনীয়। রেকর্ড চ্যাম্পিয়নরা নিজেদের ইতিহাসে প্রথমবার নাগাড়ে প্রথম ছয় ম্য়াচেই পরাজিত হয়েছেন। দলের ভারসাম্য নিয়ে প্রশ্ন উঠছে, প্রশ্ন উঠেছে নিলামে দলের পরিকল্পনা নিয়েও।
এই নিয়েই মুম্বইকে তুলোধোনা করলেন প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রী। নিলামের আগে মুম্বই রোহিত শর্মা, জসপ্রীত বু মর'াহ, সূর্যকুমা'র যাদব ও কায়রন পোলার্ডকে রিটেন করার সি'দ্ধান্ত নেয়। ছেড়ে দেওয়া হয় হার্দিক পান্ডিয়াকে। মুম্বই নতুন মর'শুমে একেবারে নাস্তানাবুদ হলেও, নতুন দল গু'জরাট টাইটানসের হয়ে হার্দিক পান্ডিয়া তুখড় ফর্মে রয়েছেন। দলকে নেতৃত্ব দেওয়া তো বটেই, ব্যাট হাতে ইতিমধ্যেই ২২৮ রান করে ফেলেছেন তারকা অলরাউন্ডার, বোলিংও করছেন তিনি।
পাঁচ ম্যাচে ৭.৫৬ ইকোনমিতে চার উইকেট রয়েছে তাঁর ঝুলিতে। হার্দিককে মুম্বই ছেড়ে দেওয়াতেই অবাক রবি। ESPN Cricinfo-র এক আলোচনায় রবি বলেন, ‘আমি তো অবাক হয়ে গিয়েছিলাম। মুম্বই ইন্ডিয়ান্স দারুণভাবে ঘরোয়া ক্রিকেটারদের খুঁজে খুঁজে বার করেছিল। আগে তো কেউ হার্দিক, ক্রুণাল, বু মর'াহদের নামই শুনেছিল না। মুম্বই ওদের খুঁজে বার করে, আইপিএলে আনে। এখন যখন ওরা নিজেদের উন্নতি ঘটিয়েছে,
নিজেদের কেরিয়ারের সেরা সময়ে রয়েছে, তখন ওদের ছেড়ে দেওয়া হল।’