দিল্লি ক্যাপিটালসে মুস্তাফিজুর রহমানের সময়টা ভালো যাচ্ছে না। নিজের নামের স'ঙ্গে বলের প্রতি সুবিচার করতে পারছেন না তিনি। এবার হোটেল ব'ন্দি হলেন টাইগার পেসার।
মুস্তাফিজের দিল্লি ক্যাপিটালস আ'ক্রমণ করেছে করো'না। ফিজিও করো'না পজিটিভ নিয়ে ইতিমধ্যেই আইসোলেশনে চলে গিয়েছিলেন, তারপরে আরও দুইজন সংক্রা'মিত হয়েছিল।
একটি নতুন সংক্রমণের কারণে, দিল্লি আজ মুম্বাই থেকে পুনে দলের ফ্লাইট বাতিল করেছে। এই পরিস্থিতিতে পুরো দিল্লি দলকে কোয়ারেন্টাইনে যেতে হয়েছে।
সোমবার (১৮ এপ্রিল) এবং ম'ঙ্গলবার (১৯ এপ্রিল) মোস্তাফিজদের ডোর-টু-ডোর কোভিড পরীক্ষার ফলাফলের পর জানা যাব'ে পরবর্তীতে কি সি'দ্ধান্ত নেবে দিল্লি কর্তৃপক্ষ।
গেল শুক্রবার মোস্তাফিজদের ফিজিও প্যাটট্রিক ফারহার্ট করো'না আ'ক্রা'ন্ত হয়ে আইসোলেশনে চেলে যান। ২০২২ আইপিএলে এটাই প্রথম কোভিডের আ'ক্রমণ। একারণেই শনিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বে'ঙ্গালুরুর বিপক্ষের ম্যাচে কারো স'ঙ্গে হ্যান্ডশেক করেনি দিল্লির খেলোয়াড়রা। আইপিএল কর্তৃপক্ষে তার আগেই সামাজিক দূরত্ব বজায় রাখার পরা মর'্শ দিয়েছিল।
দিল্লির এক বিদেশি খেলোয়াড় এবং একজন সা'পোর্ট স্টাফের করো'না পজিটিভ ধ’রা পড়ে র্যাপিড অ্যান্টিজেন টেস্টে। এখন আরও নিশ্চিত হওয়ার জন্য করা হবে পিসিআর টেস্ট।
এ কারণে শংকা দেখা দিয়েছে পাঞ্জাব কিংস এবং দিল্লি ক্যাপিটালসের মধ্যকার ম্যাচটির মাঠে গড়ানো নিয়ে। আগামী বুধবার পুনেতে এই ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এখন এই ম্যাচ নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের স'ঙ্গে আলোচনা করছে আইপিএল কর্তৃপক্ষ।