ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের ২৭ তম ম্যাচে গতকাল মুখোমুখি হয়েছিল আরসিবি ও দিল্লি ক্যাপিটালস। এই ম্যাচে ১২ রানের জয় পেয়েছে আরসিবি। তবে এই ম্যাচে দিল্লি অধিনায়ক রিষভ পান্টের দুর্দান্ত এক ক্যাচ নিয়েছেন বিরাট কোহলি যা মুহূর্তেই নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে।
দিল্লির ইনিংসে ১৭ বলে ৩৪ রান করে পান্ট তখন ভয়'ঙ্কর হয়ে উঠছেন। ঠিক সেই সময়ে কামাল করলেন বিরাট কোহলি। মো হা'ম্ম'দ সিরাজের বলে এক হাতে দুরন্ত ক্যাচ নিলেন তিনি। পুরো যেন বাজপাখি। তীক্ষ্ণ দৃষ্টি আর ক্ষিপ্র গতিতে একেবারে ছোঁ মেরে পান্টের ক্যাচ নিয়ে দিল্লি ক্যাপিটালসকে চাপে ফেলে দেন কোহলি।
কয়েকদিন ধরে কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন তুলেছেন নিন্দুকেরা। এই পরিস্থিতিতে কোহলি কিন্তু এক হাতে ক্যাচ নিয়ে দেখিয়ে দিলেন, ফিটনেস কাকে বলে! তিনি যে কতটা ফিট, সেটারই বড় প্রমাণ এই ক্যাচ। আর কোহলির এই অনবদ্য ক্যাচ গ্যালারিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করলেন অনুষ্কা শর্মা।