দিনেশ কার্তিকের হাতে মুস্তাফিজের বেদম পি’টুনি খাওয়ার দিনে বে'ঙ্গালুরুর বিপক্ষে হেরে গেছে দিল্লি ক্যাপিটালস। শনিবার (১৬ এপ্রিল) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস হেরে বে'ঙ্গালুরুকে ব্যাটিংয়ে পাঠানো দিল্লি ম্যাচ হেরে গেছে ১৬ রানে। নিজের চতুর্থ ওভারে ২৮ রান দিয়ে দলের হারের দিনে খলনায়ক বাংলাদেশের কা'টার মাস্টার মুস্তাফিজুর রহমান।
এদিন টস হেরে আগে ব্যাট করতে নেমে বে'ঙ্গালুরু নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে স্কোরকার্ডে ১৮৯ রানের বড় সংগ্রহ জমা করতে স মর'্থ হয়। দলের পক্ষে সর্বোচ্চ ৬৬ রান করেন দিনেশ কার্তিক। এ ছাড়া হাফ সেঞ্চুরির দেখা পান গ্লেন ম্যাক্সওয়েল। জবাব দিতে নেমে ডেভিড ওয়ার্নারের ৬৬ রানের ইনিংসেও নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৩ রান করতে স মর'্থ হয় দিল্লি।
আগের চার ম্যাচে দুই জয় ও দুই হারের দেখা পাওয়া দিল্লি টস জিতে বোলিং নিয়ে ভালোই শুরু করে। ইনিংসের দ্বিতীয় ওভারেই শার্দুল ঠাকুর অনুজ রাওয়াতকে ফিরিয়ে দেন। ইনিংসের প্রথম বলেই গোল্ডেন ডাক মা'রেন বে'ঙ্গালুরুর এ ওপেনার।
এরপর দলীয় ১৩ রানে খলিল আহমেদের বলে বিদায় নেন বে'ঙ্গালুরু অধিনায়ক ফাফ ডু প্লেসি। স্কোরকার্ডে ৪০ রান জমা 'হতেই ১২ রান করে রানআউট হন বিরাট কোহলিও। সেখান থেকে অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ম্যাক্সওয়েল ও শাহবাজ আহমেদ বে'ঙ্গালুরুকে টানতে থাকেন। ৩৪ বলে ৭ চার ও দুই ছয়ে ৫৫ রান করে কুলদীপ যাদবের বলে আউট হয়ে ফেরেন ম্যাক্সওয়েল। শাহবাজ আহমেদ অ'পরাজিত থাকেন ৩২ রান করে। ২১ বলে ৩ চার ও এক ছয়ে এ রান করেন তিনি।
এদিন বে'ঙ্গালুরু বড় সংগ্রহ পায় মূলত উইকেটকিপার ব্যাটার দিনেশ কার্তিকের দুর্দান্ত ব্যাটিংয়ে। মুস্তাফিজের দিল্লির বাংলাদেশের স মর'্থকদের নিদাহাস ট্রফির ফাইনাল ম্যাচের কথা মনে করিয়ে দিয়ে এদিন মুস্তাফিজের উপরে স্টি মর'োলার চালিয়েছেন কার্তিক। মুস্তাফিজের এক ওভারে ২৮ রান নিয়ে দলের বড় সংগ্রহ নিশ্চিত করতে বড় ভূমিকা রেখেছেন ম হে'ন্দ্র সিং ধনীর যুগে জন্ম নেওয়া 'হতভাগা এই উইকেটকিপার। শেষ পর্যন্ত ৩৪ বলে ৬৬ রানে অ'পরাজিত থাকেন তিনি। তার ইনিংসে ছিল ৫টি করে চার ও ছক্কার মা'র।
দিল্লির পক্ষে ঠাকুর, আক্সার প্যাটেল, খলিল ও কুলদীপ একটি করে উইকেট নেন। চার ওভারে ৪৮ রান দিয়ে উইকেটশূন্য থাকেন মুস্তাফিজুর রহমান।