মেসির বিরু'দ্ধে খেলা যেন ভাগ্যে নেই নেইমা'রের। এবারের চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগ ইনজুরির কারণে খেলতে না পারার পর এবার দ্বিতীয় লেগেও মাঠে নামা হবে না এই তারকার। ইউসিএলের শেষ ষোলোর ড্র অনুষ্ঠিত হওয়ার পর সকলেই আশায় ছিলো মেসি-নেইমা'র দৈরথ দেখার জন্য।
কেননা নেইমা'র বার্সা ছাড়ার পর একবারও যে মুখোমুখি হয়নি তার প্রিয় বন্ধু লিওনেল মেসির। এবারের চ্যাম্পিয়ন্স লিগ সেই আশা জাগালেও প্রথম লেগের খেলার ঠিক আগ মুহূর্তে ইনজুরিতে পড়ে সব প্রত্যাশায় জল ঢেলে দেন নেইমা'র।
ইনজুরির কারণে প্রথম লেগ মিস করার পর আশা ছিলো দ্বিতীয় লেগের আগে হয়তো সুস্থ হয়ে উঠবেন এই তারকা। কিন্ত খানিকটা সুস্থ হলেও পুরোপুরি ম্যাচ ফিটনেস ফিরে না পাওয়ার দরুন দ্বিতীয় লেগেও থাকছেন না নেইমা'র। ইতোমধ্যেই বি'ষয়টি নিশ্চিত করেছে নেইমা'রের ক্লাব প্যারিস সেন্ট জার্মেইন।