উয়েফা চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় লেগের ম্যাচে আজ মাঠে নামবে জায়ান্ট জুভেন্টাস। নিজেদের মাটিতে অনুষ্ঠিত এই ম্যাচে জুভেন্টাসের প্রতিপক্ষ পোর্তো।
প্রথম লেগে জুভেন্টাস হেরেছিল পোর্তোর কাছে। ম্যাচে পোর্তোর কাছে ২-১ গোলে হেরে এসেছিল তারা। তবে অ্যাওয়ে গোলের কারণে একেবারে পিছিয়েও নেই জুভেন্টাস। আজ নিজেদের মাটিতে ১-০ গোলে জিততে পারলেই কোয়ার্টার ফাইনালে চলে যাব'ে তারা।
গু'রুত্বপূর্ণ এই ম্যাচের আগে দলের সবচেয়ে বড় তারকা রো'নালদো চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বলে জানিয়েছেন জুভেন্টাস কোচ আন্দ্রে পিরলো। তিনি বলেন,
“এই ধরণের ম্যাচ ক্রিশ্চিয়ানো রো'নালদোর জন্যই তৈরি এবং সে অনুপ্রাণিত হয়। এই ম্যাচের আগে সে কিছুদিন বিশ্রামও পেয়েছে। সে এই ম্যাচটি খেলার জন্য উত্তেজিত।
“এটা আমা'দের জন্য গু'রুত্বপূর্ণ ম্যাচ, ফাইনালের মত। এটা শুধু আমা'দের জন্য নয়, পোর্তোর জন্যও। প্রথম লেগের খারাপ ফলাফল অতিক্রম করে আমা'দের অবশ্যই ভালো করতে হবে।”