বছরও এশিয়া কাপে মাঠে গড়াবে কি না তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। মূলত ভারত টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কোয়ালিফাই করায় এশিয়া কাপ আয়োজনে বিপত্তি বেঁধেছে। তবে এশিয়া কাপে দল পাঠাতে প্রস্তুত বিসিসিআই।
সর্বশেষ এশিয়া কাপ মাঠে গড়িয়েছিল ২০১৮ সালে সংযুক্ত আরব আমিরাতে। এরপর এশিয়া কাপ ২০২০ সালে আয়োজনের কথা থাকলেও করো'নাভাইরাসের কারণে সেটি পিছিয়ে আনা হয় ২০২১ সালে। এ বছর শ্রীলঙ্কায় এশিয়া কাপ আয়োজনের কথা থাকলেও শেষ পর্যন্ত টুর্নামেন্টটি মাঠে গড়াবে কি না তা নিয়ে বেঁধেছে বিপত্তি।
মূলত এশিয়া কাপ জুনে আয়োজন করার থাকলেও একই মাসে ইংল্যান্ডে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে ভারত। তার পরেই ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে ভারত। যে কারণে শেষ পর্যন্ত মাঠে গড়ালে গত আসরের মতো এই আসরেও দ্বিতীয় সারির দল পাঠাতে 'হতে পারে বিসিসিআইকে। তবে দ্বিতীয় সারির দল পাঠাতে আপ'ত্তি নেই বিসিসিআইয়ের। ভারতের জনপ্রিয় সংবাদমাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া’ এমনই প্রতিবেদন প্রকাশ করেছে।