শ’হীদ আফ্রিদির মেয়ের সাথে বাগদানের খবরে নতুন করে আলোচনায় উঠে এসেছেন পাকিস্তানের তরুণ পেসার শাহীন আফ্রিদি। দিনভর এ নিয়ে গু'ঞ্জনের পর অবশেষে মেয়ের সাথে শাহীনের বিয়ের ইস্যুতে মুখ খুলেছেন খোদ শ’হীদ আফ্রিদি। পাকিস্তানের গণমাধ্যমের দাবি ছিল, শাহীনের পরিবারের পক্ষ থেকে আফ্রিদির পরিবারে আফ্রিদির বড় মেয়ে আকসা আফ্রিদিকে বিয়ের প্রস্তাব দেওয়া হয়েছে, যা সম্পন্ন হবে আকসার স্নাতক পড়ালেখা শেষে।
শ’হীদ আফ্রিদির মেয়ের সাথে বাগদানের খবরে নতুন করে আলোচনায় উঠে এসেছেন পাকিস্তানের তরুণ পেসার শাহীন আফ্রিদি। দিনভর এ নিয়ে গু'ঞ্জনের পর অবশেষে মেয়ের সাথে শাহীনের বিয়ের ইস্যুতে মুখ খুলেছেন খোদ শ’হীদ আফ্রিদি। পাকিস্তানের গণমাধ্যমের দাবি ছিল, শাহীনের পরিবারের পক্ষ থেকে আফ্রিদির পরিবারে আফ্রিদির বড় মেয়ে আকসা আফ্রিদিকে বিয়ের প্রস্তাব দেওয়া হয়েছে, যা সম্পন্ন হবে আকসার স্নাতক পড়ালেখা শেষে।
বি'ষয়টি নিশ্চিত করেছেন আফ্রিদিও। একইসাথে হবু জামাতা শাহীনের জন্য জানিয়েছেন শুভকামনা। ‘আমা'র মেয়ের জন্য শাহীনের পরিবার প্রস্তাব দিয়েছে। দুই পরিবারই পরস্পরের সাথে আলাপ করছে। দাম্পত্য জুটিগু'লো স্বর্গে বানানো। আল্লাহ যদি চান এই জুটিও হবে। শাহীনের জন্য আমা'র দোয়া থাকল, সে যেন মাঠ ও মাঠের বাইরে সাফল্যের ধা'রা অব্যা'হত রাখে।’
২০ বছর বয়সী পেসার শাহীন ২০১৮ সালে পাকিস্তানের জার্সিতে আন্তর্জাতিক অ'ঙ্গনে পা রাখেন। এখন অবধি ১৫টি টেস্ট, ২২টি ওয়ানডে ও ২১টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন তিনি। আফ্রিদির বড় মেয়ে আকসা আফ্রিদির বয়সও এখন ২০। পাকিস্তান জাতীয় দল মাতানো শাহীনেরও এখন একই বয়স। দুইজনের গোত্রও একই। দুই পক্ষের পরিবারের সম্মতিতে তাই ঠিক করা হয়েছে বিয়ে।