বাংলাদেশ দলের হয়ে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এক বছর আগে। মাঝে ব'ঙ্গবন্ধু টি-২০ কাপে অংশ নিলেও এখন ক্রিকে'টের বাইরে আছেন তিনি। অবসর না নিয়ে ধরে রেখেছেন ক্রিকেটার স'ত্ত্বা।
তবে তিনি ক্রিকেট খেলবেন কিনা এ নিয়ে মুখ খুলেছেন। বিপিএল ও প্রিমিয়ার লিগে মাশরাফি খেলে আসছেন নিয়মিতই। ঢাকা প্রিমিয়ার লিগ মাঠে গড়ালে তাই মাঠে দেখা যাব'ে মাশরাফি।
গতকাল গণমাধ্যমকে মাশরাফি বলেন, “ঘরোয়া ক্রিকেট তো খেলছিই। করো'নার জন্য যেহেতু খেলাধুলা হচ্ছে না, তাই আমা'র মনে হয় না এখন কারও কাছেই কোনো পরিকল্পনা আছে। তাই বিসিবি থেকে যদি কোনো পরিকল্পনা আসে, তারপরে হয়ত…”
“এখন আলাদাভাবে প্রত্যেকটা খেলোয়াড় দেখেন নিজের মত করেই প্রস্তুতি নিচ্ছে। আশা করছি ইনশাআল্লাহ সামনে ঘরোয়া ক্রিকেট পুরোদমে শুরু হবে, যেহেতু সামনেই 'হতে যাচ্ছে এনসিএল। তারপর দেখা যাক।”– যোগ করেন তিনি।
গতকাল গণমাধ্যমকে মাশরাফি বলেন, “ঘরোয়া ক্রিকেট তো খেলছিই। করো'নার জন্য যেহেতু খেলাধুলা হচ্ছে না, তাই আমা'র মনে হয় না এখন কারও কাছেই কোনো পরিকল্পনা আছে। তাই বিসিবি থেকে যদি কোনো পরিকল্পনা আসে, তারপরে হয়ত…”
“এখন আলাদাভাবে প্রত্যেকটা খেলোয়াড় দেখেন নিজের মত করেই প্রস্তুতি নিচ্ছে। আশা করছি ইনশাআল্লাহ সামনে ঘরোয়া ক্রিকেট পুরোদমে শুরু হবে, যেহেতু সামনেই 'হতে যাচ্ছে এনসিএল। তারপর দেখা যাক।”– যোগ করেন তিনি।