দীর্ঘ দুই মাস ইনজুরিতে থাকার পর অবশেষে মাঠে ফেরার প্রক্রিয়া শুরু হয়েছে পিএসজির ব্রাজিলিয়ান তারকা নেইমা'রের। আজকে প্রথমবারের মত দৌড়ানো শুরু করেছেন তিনি।
গত নভেম্বরে সেইন্ট এতিয়েন্সের বিপক্ষে পিএসজির ৩-১ গোলের জয়ের ম্যাচে ইনজুরিতে পরেছিলেন নেইমা'র জুনিয়র। গোড়ালির ইনজুরির কারণে তাকে দুই মাস থাকতে হয়েছে মাঠের বাইরে।
সামনে রিয়াল মা'দ্রিদের মত দলের বিপক্ষে গু'রুত্বপূর্ণ ম্যাচ। এই ম্যাচের ২০ দিন পূর্বে মাঠে ফেরার প্রক্রিয়া শুরু হল নেইমা'রের। নেইমা'রের আবারও অনুশীলনে ফেরার কথা জানিয়েছে তার ক্লাব পিএসজি।
আগামী ৬ তারিখ ম্যাচ দিয়ে নেইমা'র ফিরতে পারেন বলে ধারণা করা হচ্ছে।