আফ্রিকান ন্যাশন কাপের রাউন্ড অব ১৬ এর ম্যাচে গতরাতে মুখোমুখি হয়েছিল ক্যামেরুন এবং ক মর'স। কিন্তু স্টেডিয়ামের ভেতরে ম্যাচ চললেও বাইরে চলেছে অন্যকিছু যেখানে নি'হত হয়েছে অন্তত ৬জন।
ক্যামেরুনের কেন্দ্রীয় অঞ্চলের গভর্নর নাসেরি পল বিয়া জানিয়েছেন, 'হতা'হতের সংখ্যা আরও বাড়তে পারে।
সেখানকার কর্মকর্তারা জানিয়েছেন, প্রায় ৫০ হাজর মানুষ ফুটবল ম্যাচটি দেখার জন্য স্টেডিয়ামে প্রবেশ করতে চেয়েছিল।
কিন্তু করো'না ভাইরাসের কারণে ৬০ হাজার দর্শক ধারনক্ষমতা সম্পন্ন এই স্টেডিয়ামে এত বেশি মানুষ প্রবেশের অনুমতি ছিল না।
এই সময়ে স্টেডিয়ামে হুরোহুরি করতে ঢুকতে গিয়েই অন্তত ৬জন নি'হত হয়েছে। সেখানকার একটি হাসপাতালের একজন নার্স জানিয়েছেন,
তারা অন্তত ৪০ জন আ'হত মানুষকে ভর্তি করেছেন যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কা জনক।
উল্লেখ্য যে, ম্যাচে ক মর'সকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ক্যামেরুন।