টোয়েন্টির পর ওয়ানডেতেও আইসিসি বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেলেন পাকিস্তান দলের ক্রিকেটার। আইসিসি ওয়ানডে বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। অন্যদিকে আইসিসির টেস্ট ক্রিকেটার অব দ্য ইয়ারের পুরস্কার পেয়েছেন জো রুট।
এবারের বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার হওয়ার দৌড়ে ছিলেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানও। এছাড়াও পল স্টারলিং ও জানেমান মালান পেয়েছিলেন মনোনয়ন। তাদেরকে টপকে সেরা পুরস্কার জিতেছেন বাবর।
২০২১ সালে বাবর আজম ৬ ওয়ানডেতে ৬৭.৫০ গড়ে করেছিলেন ৪০৫ রান। দুটি শতক ও একটি অর্ধশতকও হাঁকিয়েছিলেন তিনি। এ বছর পাকিস্তানের খেলা দুটি ওয়ানডে সিরিজে গু'রুত্বপূর্ণ অবদান ছিল বাবরের।
টেস্টের বর্ষসেরার মনোনয়ন পেয়েছিলেন দিমুথ করুনারত্নে, কাইল জেমিসন ও জো রুট। ১৫ ম্যাচে ১৭০৮ রান করে সবাইকে টপকে বর্ষসেরান পুরস্কার নিজের করে নিয়েছেন ইংলিশ অধিনায়ক।