পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে আজ মাঠে নামে নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া। ২-০ ব্যবধানে এগিয়ে থাকা নিউজিল্যান্ড টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠায়।
ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেনি অজিরা। দলীয় ৬ রানের মাথায় প্রথম উইকেট হারায় তারা। ব্যক্তিগত ৫ রানে ট্রেন্ট বোল্টের বলে মা'র্টিং গাপটিলের হাতে ধ’রা পড়ে ফিরেন ম্যাথু ওয়েড।
তবে এরপর ব্যাট হাতে রীতিমত ঝড় তুলে অধিনায়ক অ্যারন ফিঞ্চ ও জশ ফিলিপে। ৮৩ রানের জুটি গড়েন তারা। ইশ সোদির বলে গাপটিলের হাতে ক্যাচ দিয়ে ফিলিপে ফিরলে তাদের জুটি ভাঙে। তিনি ২৭ বলে ৩ চার ও ১ ছয়ে ৪৩ রানের ইনিংস খেলেন।
ফিলিপের বিদায়ের পর ম্যাক্সওয়েলকে নিয়ে রানের চাকা সচল রাখেন ফিঞ্চ। একের পর এক বাউন্ডারিতে দ্রুত রান বাড়াতে থাকেন দুইজন। ৩৪ বলে ৫ চার ও ২ ছয়ে হাফসেঞ্চুরি পূরণ করেন ফিঞ্চ।
তবে ৬৯ রান করে জেমিসনের হাতে তালুব'ন্দি হয়ে সোদির দ্বিতীয় শিকার হয়ে ফিরেন ফিঞ্চ। ফিঞ্চ ফিরলেও ব্যাট হাতে তাণ্ডব চালাতে থাকেন ম্যাক্সওয়েল। ২৫ বলে ৭ চার ও ৩ ছয়ে হাফসেঞ্চুরি তুলে নেন তিনি।
প্রথম দুই ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ ছিলেন তিনি। তৃতীয় ম্যাচেই রানের দেখা পেয়েছেন ম্যাক্সওয়েল। তবে তার ইনিংস থামে ৭০ রানে। ৩১ বলে ৮ চার ও ৫ ছয়ে ৭০ রান করে সাউদির বলে উইকে'টের পেছনে ধ’রা পরে প্যাভিলিয়নের পথে হাঁটেন তিনি।
শেষের দিকে মা'র্কাস স্টয়নিসের অ'পরাজিত ৯ ও মিচেল মা'র্শের অ'পরাজিত ৬ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৮ রান করে অস্ট্রেলিয়া।
জয়ের জন্য নিউজিল্যান্ডের প্রয়োজন ২০৯ রান। এই ম্যাচে জিতলে দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করবে কিউইরা।