এবার ঘরোয়া ক্রিকে'টে পারফরম্যান্সে আধিপত্য বিস্তার করে দল গড়েছে সিলেট সানরাইজার্স। দলে বড় কোনো তারকা ক্রিকেটার না থাকলেও দল নিয়ে আশাবাদী মোসাদ্দেক হোসেন সাকেত। নিজের সেরাটা দিতে পারলে ভালো ফল করা সম্ভব বলে জানান সিলেট অধিনায়ক।
ড্রাফটের আগেই তাসকিন আহমেদকে দলে ভিড়িয়েছিল সিলেট। এরপর ড্রাফট থেকে মোসাদ্দেক, মো হা'ম্ম'দ মিঠুন, এনামুল বিজয়ের মতো ক্রিকেটারদের দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। তারা সবাই ঘরোয়া ক্রিকে'টের পরীক্ষীত পারফর্মা'র।
মোসাদ্দেক বলেন, ‘আমা'দের দলে হয়তো সুপার স্টার নেই। কিন্তু যারা আছে তারা ঘরোয়া ক্রিকে'টের পারফর্মা'র। সবাই নিজের দিনে যদি ভালো খেলতে পারে তাহলে অবশ্যই ভালো একটা ফল আশা করা যায়।’
সদ্য সমাপ্ত বাংলদেশ ক্রিকেট লিগ (বিসিএল) লম্বা সংস্করণের পর ওয়ানডে সংস্করণে অনুষ্ঠিত হয়েছে। এই লিগে সিলেটের প্রায় সকল দেশি ক্রিকেটার খেলেছেন। মোসাদ্দেক মনে করছেন, ওয়ানডে থেকে টি-টোয়েন্টিতে মানিয়ে নেয়া কিছুটা কঠিন, তবে খুব বেশি সময় লাগবে না।
সিলেট অধিনায়ক বলেন, ‘একটা ফরম্যাট থেকে আরেকটা ফরম্যাটে মানিয়ে নেয়া একটু কঠিন। আ মর'া অনুশীলন সেভাবেই করছি। কারণ যেহেতু আ মর'া শেষ টুর্নামেন্ট ওয়ানডে ফরম্যাটে সাদা বলে খেলেছি, আমা'র মনে হয়না খুব বেশি সময় লাগবে মানিয়ে নিতে।’
সিলেট সানরাইজার্স স্কোয়াড- তাসকিন আহমেদ, দীনেশ চান্দিমাল, কেসরিক উইলিয়ামস, কলিন ইনগ্রাম, মোসাদ্দেক হোসেন সৈকত (অধিনায়ক), মো হা'ম্ম'দ মিঠুন, আল আমিন হোসেন, নাজমুল ইসলাম, রবি বোপারা, অ্যাঞ্জেলো পেরেরা, এনামুল হক বিজয়, সোহাগ গাজী, অলক কাপালি, মুক্তার আলী, সিরাজ আহমেদ, মিজানুর রহমান, নাদিফ চৌধুরি, জুবায়ের হোসেন লিখন, লেন্ডল সিমন্স, ডেভন থমাস।