কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সর্বশেষ শিরোপা এসেছিল ই মর'ুল কায়েসের নেতৃত্বে। এবার দেশ-বিদেশের তারকাদের নিয়ে গড়া দলটি নেতৃত্ব তুলে দিবে দেশি কোনো ক্রিকেটারের হাতে। সেই দৌড়ে এগিয়ে আছেন ই মর'ুল।
ই মর'ুল এবারও কুমিল্লাকে নেতৃত্ব দেবেন কি না তা সময়ই বলে দেবে। শেষপর্যন্ত হলও তা-ই। ই মর'ুলকে প্রশংসায় ভাসিয়ে দলটির পরা মর'্শক স্টিভ রোডস জানিয়েছেন, ই মর'ুলের অ'ভিজ্ঞতা শক্তি বাড়াবে কুমিল্লার।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে নেতৃত্ব দেবেন তারকা ক্রিকেটার ই মর'ুল কায়েস। এর আগে কুমিল্লাকে শিরোপা জেতানো ই মর'ুলকে অধিনায়ক হিসেবে নিযুক্ত করেছে দুইবারের শিরোপাজয়ী দলটি।
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সর্বশেষ শিরোপা এসেছিল ই মর'ুল কায়েসের নেতৃত্বে, ২০১৯ সালে। এক ঝাঁক বিদেশি তারকা নিয়ে দল গড়া ফ্র্যাঞ্চাইজিটি নেতৃত্ব তুলে দিবে দেশি কোনো ক্রিকেটারের হাতে- সেই ঘোষণা দেওয়া হয়েছিল আগেই।
তখন থেকেই জল্পনা-কল্পনা ছিল, ই মর'ুলই পেতে পারেন নেতৃত্ব। শেষপর্যন্ত হলও তা-ই। ফাফ ডু প্লেসি, মঈন আলী, সুনীল নারাইন, মুমিনুল হক, লিটন দাসের মত তারকা ক্রিকেটাররা খেলবেন ই মর'ুলের অধীনে।
একনজরে কুমিল্লা ভিক্টোরিয়ান্স স্কোয়াড
ই মর'ুল কায়েস (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, ফাফ ডু প্লেসি (দক্ষিণ আফ্রিকা), মঈন আলী (ইংল্যান্ড) ও সুনীল নারাইন (ওয়েস্ট ইন্ডিজ), লিটন দাস, শহিদুল ইসলাম, ই মর'ুল কায়েস, তানভীর ইসলাম, কুশল মেন্ডিস (শ্রীলঙ্কা),
ওশান থমাস (ওয়েস্ট ইন্ডিজ), আরিফুল হক, নাহিদুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, সুমন খান, মুমিনুল হক, মাহিদুল ইসলাম অঙ্কন, পারভেজ হোসেন ইমন, আবু হায়দার রনি, মেহেদী হাসান, ক্যামেরন ডেলপোর্ট (দক্ষিণ আফ্রিকা) ও করিম জানাত (আফগানিস্তান)।