চলতি বছরে কাতার বিশ্বকাপের টিকিটের আবেদন গ্রহণ শুরু করেছে ফিফা। বুধবার (১৯ জানুয়ারি) থেকে এই আবেদন শুরু হয়েছে। বিভিন্ন ধরনের টিকিটের প্যাকেজগু'লো বিশ্বজুড়ে ফুটবল ভক্তদের আকৃষ্ট করার জন্য সেট করা হয়েছে। আবেদন গ্রহণ চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা তাদের ওয়েবসাইটে এ তথ্য জানিয়েছে।
এই উদ্বোধনী পর্বে উপলব্ধ বিভিন্ন লোভনীয় বিকল্পের সাথে, বিশ্বব্যাপী ভক্তদের তাদের আসন সুরক্ষিত করার সুযোগ রয়েছে যাতে তারা জীবনে একবারের অ'ভিজ্ঞতা মিস না করে।
ফিফার সেক্রেটারি জেনারেল ফাতমা সামোরা বলেছেন, এটি কাতার ও এই অঞ্চলে ফিফার অন্যতম আয়োজন। বিশ্বব্যাপী স মর'্থকদের কাছে সুন্দর গেম উপহার দেয়ার ফিফার লক্ষ্যকে প্রতিফলিত করে। এটি ফুটবলের একটি উৎসব হবে। এর পাশাপাশি ভক্তরা এই অঞ্চলের সংস্কৃতি ও ইতিহাস সম্পর্কে জানতে পারবে। আ মর'া ফিফা বিশ্বকাপে বিভিন্ন সংস্কৃতির লোকদের একত্রিত করার জন্য উন্মুখ।’
ফিফা বিশ্বকাপ কাতার-২০২২ এলএলসি এর সিইও নাসের আল খাতার বলেন, ‘মধ্যপ্রাচ্য এবং আরব বিশ্বের প্রথম ফিফা বিশ্বকাপ একটি অসাধারণ ইভেন্ট হবে। আমা'দের দেশ এবং অঞ্চলের যা কিছু আছে তা উপভোগ করুন।’
২০২২ কাতার বিশ্বকাপের টিকিট বিক্রয় ১৯ জানুয়ারি দুপুর একটায় শুরু হয়ে আগামী ৮ ফেব্রুয়ারি দুপুর একটা পর্যন্ত চলবে। এই সময়ের মধ্যে বিশ্বের বিভিন্ন প্রান্তের ভক্তরা তাদের টিকিটের আবেদন জমা দিতে পারবেন।
ফিফা বলছে, টিকিট বিক্রির সময়কালে প্রথম দিন আবেদন করলেও যে গু'রুত্ব দেয়া হবে শেষ দিন আবেদন করলেও একই গু'রুত্ব দেয়া হবে। কারণ টিকিটের আবেদন শেষ হলেই লটারির মাধ্যমে টিকিট বরাদ্দ করা হবে।
আগামী ৮ মা'র্চ টিকিটের আবেদনের ফলাফল প্রকাশ করা হবে। অর্থ্যাৎ কারা' টিকিট পেয়েছেন এবং কারা' পাননি তা জানিয়ে দেয়া হবে। সেসময় টিকিট প্রাপ্তি ও এর অর্থ পরিশোধের প্রক্রিয়াও জানিয়ে দেয়া হবে।
আগের বিশ্বকাপের মতোই এবারও আয়োজক দেশের বাসিন্দারা টিকিটের মূল্যে বিশেষ ছাড় পাবেন। তাদের ক্ষেত্রে টিকিটের দাম শুরু হবে ৪০ কাতারি রিয়াল থেকে। তারা ভিসা পেমেন্ট কার্ডের মাধ্যমে টাকা পরিশোধ করতে পারবেন। বিদেশিরা এই কার্ডের পাশাপাশি অন্যান্য পেমেন্ট কার্ডেও টিকিটের অর্থ পরিশোধ করতে পারবেন।