পিঠের চোট কাল হয়ে দাঁড়িয়েছিল লকি ফার্গু'সনের। গত বছর ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে চোট পেয়ে ৬ সপ্তাহের জন্য ছিটকে গিয়েছিলেন তিনি। ১৪ ফেব্রুয়ারি শেষ হয়েছে তাঁর বিশ্রাম এবং পুনর্বাসন প্রক্রিয়া। নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টেড আশাবাদী, বাংলাদেশ সিরিজ দিয়ে মাঠে ফিরবেন এই পেসার।
চলতি মাসেই ঘরোয়া ক্রিকেট শুরু করবেন ফার্গু'সন। এরপরই বাংলাদেশ সিরিজের আগে নিউজিল্যান্ডের ওয়ানডে স্কোয়াডেও যোগ দেয়ার কথা রয়েছে তাঁর। তবে আইপিএলের কারণে টি-টোয়েন্টি সিরিজে এই পেসারের না থাকার সম্ভাবনাই বেশি। শুধু ফার্গু'সন নয় আইপিএলের জন্য টি-টোয়েন্টি সিরিজে খেলবেন না কেন উইলিয়ামসন, কাইল জেমিয়েসন, জেমস নিশাম, ট্রেন্ট বোল্ট, মিচেল স্যান্টনার এবং অ্যাডাম মিলনেও। যে কারণে বাংলাদেশের বিপক্ষে সুযোগ পেতে পারেন উইকেটরক্ষক ফিন অ্যালেন।
এমনকি অস্ট্রেলিয়ার বিপক্ষে স্কোয়াডে থাকা মা'র্ক চ্যাপমান এবং হ্যামিশ ব্যানেটদেরও বাংলাদেশের বিপক্ষে দেখা যেতে পারে বলে ই'ঙ্গিত দিয়েছেন স্টেড। এছাড়া আরও কয়েকজন তরুণকে বাংলাদেশের বিপক্ষে পরখ করে দেখতে পারে কিউইরা। স্টেড বলেন, ‘এই মুহূর্তে ফার্গু'সনকে ওয়ানডে সিরিজে পাওয়ার ব্যাপারে আশা করছি আ মর'া। সবকিছু ঠিক থাকলে তাকে বাংলাদেশ সিরিজে দেখা যাব'ে।’
চোট নিয়ে কে কেমন প্রতিক্রিয়া দেবে এটা বলা মুশকিল। তবে ফার্গু'সনের সবিধা হচ্ছে সে শক্তিশালী। সে আপাতত ফিট আর সে যদি আরও কষ্ট করে তাহলে তাঁর দ্রুত সুস্থতা আশা করতেই পারি। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলতে ইতোমধ্যে সেখানে অবস্থান করছে বাংলাদেশ। ২০ মা'র্চ থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। এরপরই কেন উইলিয়ামসনরা চলে যাব'েন আইপিএল খেলতে। ২৮ মা'র্চ শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ।
চোট নিয়ে কে কেমন প্রতিক্রিয়া দেবে এটা বলা মুশকিল। তবে ফার্গু'সনের সবিধা হচ্ছে সে শক্তিশালী। সে আপাতত ফিট আর সে যদি আরও কষ্ট করে তাহলে তাঁর দ্রুত সুস্থতা আশা করতেই পারি। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলতে ইতোমধ্যে সেখানে অবস্থান করছে বাংলাদেশ। ২০ মা'র্চ থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। এরপরই কেন উইলিয়ামসনরা চলে যাব'েন আইপিএল খেলতে। ২৮ মা'র্চ শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ।