আগামী বিশ্বকাপ জয়ের মিশনে ইতোমধ্যেই কঠোর অনুশীলন করছেন বিশ্বচ্যাম্পিয়ন টাইগার যুবারা। করো'না বিরতি কাটিয়ে ক্রিকে'টে শুরু হচ্ছে তাদের ব্যস্ততম সময়। সামনে আফগান সিরিজ। এরই মধ্যে এই বছরেই নভেম্বরে ভারত-আফগানদের নিয়ে টাইগার যুবারা খেলবেন একটি ত্রিদেশীয় সিরিজও। এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভলপমেন্ট ম্যানেজার এইএম কাউসার
এ প্রস'ঙ্গে ইংরেজী দৈনিক নিউ এজকে তিনি বলেন, ‘আ মর'া একটি ত্রিদেশীয় সিরিজ খেলবো চলতি বছরের নভেম্বরে যখন ভারত খেলবে।’
আফগানদের বিপক্ষে সিরিজ নিয়ে কাউসার বলেছেন, ‘আ মর'া আফগানিস্তানের বিপক্ষে সিরিজের জন্য প্রস্তুতি শুরু করেছি, যেটা অনুষ্ঠিত হবে গ্রে'টার নয়িদায়। এটা ভারতে হলেও আফগানিস্তানের হোম ভেন্যু। কোচিং স্টাফদের সবাই উপস্থিথ আছেন এই ক্যাম্পে।’
উল্লেখ্য, আগামী ১০ মা'র্চ ভারতের উদ্দেশ্যে রওনা দেবে বাংলাদেশ যুব দল। সেখানে আফগানদের বিপক্ষে ১টি চার দিনের ম্যাচ এবং পাঁচটি ওয়ানডে ম্যাচ খেলার কথা রয়েছে তাদের।