স্প্যানিশ লা লিগায় আজ কঠিন এক ম্যাচ খেলতে নামছে বার্সালোনা। এই ম্যাচে তাদের প্রতিপক্ষ আরেক শক্তিশালী দল সেভিয়া। ম্যাচটিও হবে সেভিয়ার মাটিতেই।
লা লিগায় বর্তমান পয়েন্ট টেবিল অনুযায়ী তিন নম্বরে আছে বার্সালোনা। ২৪ ম্যাচে তাদের পয়েন্ট ৫০। সমান ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে রিয়াল মা'দ্রিদ এবং ২৩ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে অ্যাতলেটিকো মা'দ্রিদ।
বার্সালোনার ঠিক পেছনেই আছে সেভিয়া। ২৩ ম্যাচে তারা সংগ্রহ করেছে ৪৮ পয়েন্ট।
আজকে তাই বার্সালোনার জন্য কঠিন এক পরীক্ষা অ'পেক্ষা করছে। কিছুদিন আগে সেভিয়ার বিপক্ষে কো'পা ডেল রের ম্যাচে ২-০ গোলে হেরেছিল বার্সালোনা।
আজকের ম্যাচে যদি বার্সালোনা জিতে তাহলে এক ম্যাচ বেশি খেলে রিয়ালের থেকে এক পয়েন্ট এগিয়ে যাব'ে। শিরোপা দৌড়েও টিকে থাকবে ভালো করেই।
কিন্তু যদি হেরে যায় তাহলে সেভিয়া বার্সার থেকে এক ম্যাচ কম খেলেও বার্সাকে টপকে তিনে চলে আসবে। তাদের পয়েন্ট হবে ৫১। যদি ম্যাচটি ড্র হয় তাহলে ২৫ ম্যাচে বার্সার সংগ্রহ হবে ৪৯, সেভিয়ার পয়েন্ট হবে ৪৯।