উয়েফা চ্যাম্পিয়নস লিগের চলতি আসরে দ্বিতীয় রাউন্ড পার করে কোয়ার্টার ফাইনালের পথে এক পা দিয়ে রেখেছে দুই জায়ান্ট পিএসজি এবং ম্যানসিটি। যদি এই দুই দল ফাইনালের আগে মুখোমুখি না হয় তাহলে ফাইনালে মুখোমুখি হবে এই দুই দল এমনটাই মন্তব্য করেছেন সাবেক পিএসজি তারকা কার্লোস বিয়ানচি।
লা প্যারিসিয়ানকে দেয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেছেন তিনি। একই স'ঙ্গে আলোচনা করেছেন বার্সা-পিএসজি ম্যাচ নিয়েও।
বিয়ানচি বলেন, “বার্সালোনা এখন আর আগের মত নেই। আ মর'া স্প্যানিশ লিগে দেখছি, তারা এখন তৃতীয় স্থানে আছে। অ্যাতলেটিকো মা'দ্রিদের থেকে ৫ পয়েন্ট পিছিয়ে আছে। সেই অ্যাতলেটিকো আবার চেলসির কাছে হেরেছে।
“আমি গত মৌসুমে পিএসজি সভাপতিকে বলেছিলাম ফাইনালে মুখোমুখি হবে পিএসজি ও ম্যানসিটি। পিএসজি উঠেছিল, কিন্তু ম্যানসিটি পারেনি। যদি এবার ফাইনালের আগে তারা মুখোমুখি না হয় তাহলে এবার ফাইনালে মুখোমুখি হবে তারা।”