উয়েফা চ্যাম্পিয়নস লিগের চলতি আসরে শীর্ষ গোল দাতার তালিকার প্রত্যাশিত অনেকেই নেই। আবার অ'প্রত্যাশিত অনেকেই চলতি আসরে গোলের পর গোল করে যাচ্ছেন।
চলতি মৌসুমে এখনো পর্যন্ত সবচেয়ে বেশি গোল করে সবার উপরে আছেন বুরুশিয়া ডর্টমুন্ড তারকা আরলিং হালান্ড। এখনো পর্যন্ত ৮টি গোল করেছেন তিনি।
দুই নম্বরে আছে চারজন। ম্যানইউর মা'র্কোস রাশফোর্ড, জুভেন্টাসের মোরাতা, চেলসির জিরদ এবং পিএসজির নেইমা'র- প্রত্যেকেই ৬টি করে গোল করেছেন।
পাঁচটি করে গোল নিয়ে এরপরই আছেন ইমোবিল, কিলিয়ান এমবাপ্পে, আলাসানে পিয়ে। চারটি করে গোল করেছেন মেসি, রো'নালদো, লুকাকু, বেনজামা, লেভানদস্কি, সালাহ, ডিয়েগো জোতাসহ আরও অনেকেই।