পেলে নাকি ম্যারাডোনা? মেসি নাকি ক্রুইফ? কে ইতিহাসের সেরা ফুটবলার সেটা নিয়ে অনেক রকম মানুষের অনেক রকম মন্তব্য রয়েছে। তবে সুইডিশ তারকা ইব্রাহিমোবিচের মতে ইতিহাসের সেরা প্লেয়ার ব্রাজিল লিজেন্ড রো'নালদো নাজারিও লিমা।
ইব্রাহিমোবিচ সাধারণত খুব বেশি খেলোয়াড়ের প্রশংসা করেননি। হালের মেসি বা রো'নালদোকেও মাঝে মধ্যেই কটু কথা শুনিয়ে দেন। তবে ব্রাজিল লিজেন্ড রো'নালদোর প্রশংসায় বরাবরই পঞ্চমুখ ইব্রাহিমোবিচ।
মিলান তারকার মতে, ব্রাজিলিয়ান রো'নালদো ছিল এমন তারকা যার মত সবাই খেলতে চায়।
ইব্রা বলেন, “রো'নালদোকে বর্ননা করার কোন প্রয়োজন আমা'র নেই। সে ফেনোমেনন। আমি সবসময় বলি রো'নালদো একটি খেলা। যখন সে মাঠে খেলে তখন সবাই তার মত খেলতে চাইত, তার মত 'হতে চাইত। আমা'র কাছে সেই ইতিহাসের সেরা খেলোয়াড়।”
ইব্রা বলেন, “রো'নালদোকে বর্ননা করার কোন প্রয়োজন আমা'র নেই। সে ফেনোমেনন। আমি সবসময় বলি রো'নালদো একটি খেলা। যখন সে মাঠে খেলে তখন সবাই তার মত খেলতে চাইত, তার মত 'হতে চাইত। আমা'র কাছে সেই ইতিহাসের সেরা খেলোয়াড়।”