উয়েফা চ্যাম্পিয়নস লিগ হচ্ছে ইউরোপিয়ান ক্লাবগু'লোর সবচেয়ে বড় প্রতিযোগিতার নাম। আর এই প্রতিযোগিতায় সবচেয়ে বেশি গোল করেছে ব্রাজিলিয়ান তারকারা'ই।
চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা ক্রিশ্চিয়ানো রো'নালদো। তিনি পর্তুগালের। দুই নম্বরে আছে লিওনেল মেসি। তিনিও আর্জেন্টিনার। তিন, চার বা পাঁচে যারা আছে তারাও কেউ ব্রাজিলিয়ান নয়।
তবে চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে সর্বোচ্চ গোল করেছে ব্রাজিলিয়ানরাই। এখনো পর্যন্ত ৯৫১টি গোল করেছে তারা। দুই নম্বরে আছে ফ্রান্স। তাদের তারকারা' গোল করেছে ৭৫০টি। স্পেনের তারকারা' গোল করেছে ৭৩০টি।