লা লিগার সর্বোচ্চ গোলদাতার তালিকায় সবার উপরে এখন লিওনেল মেসি। রাতে এলচের বিপক্ষে দুইবার বল জালে জড়িয়ে এককভাবে এই তালিকার শীর্ষে উঠেছেন এই ক্ষুদে জাদুকর।
সর্বশেষ ম্যাচে মাঠে নামা'র আগে অবশ্য যৌ'থভাবে শীর্ষেই ছিলেন মেসি। সাবেক সতীর্থ এবং তার প্রিয় বন্ধু লুইস সুয়ারেজের সমান ১৮ টি গোল নামের পাশে ছিলো বার্সা অধিনায়কের।
এরপর এলচের বিপক্ষে প্রথম গোলটি করে এককভাবে শীর্ষস্থান দখল করেন মেসি। আরও একটি গোল করার মাধ্যমে সুয়ারেজের সাথে ব্যবধান আরও বাড়ান তিনি।
এক নজরে লা লিগার সর্বোচ্চ গোলদাতাদের তালিকা
লিওনেল মেসি (বার্সেলোনা) ১৮
লুইস সুয়ারেজ (অ্যাট. মা'দ্রিদ) ১৬
জেরার্ড মোরেনো (ভিযারিয়াল) ১৪
এন নেসেইরি (সেভিয়া) ১৩
বেনজেমা (রিয়াল মা'দ্রিদ) ১২
ইসাক (রিয়াল সোসিয়েদাদ) ১২
ওয়্যারজাবাল (রিয়াল সোসিয়েদাদ) ১০
মোরালেস (লেভান্তে) ১০
আসপাস (সেল্টা ভিগো) ৯
মা'র্টি (লেভান্তে) ৯