যে যাই বলুক টাইগারদের একসময়কার মাঠ কাঁপানো ক্রিকেটার নাসির হোসেনের আইনসম্মত স্ত্রী এখন তামিমা হোসেন। তাই সব সমালোচনা বন্ধ করতে সংবাদ সম্মেলন করলেন নাসির। বিয়ে এবং ডিভোর্সের সকল তথ্য প্রমাণ নিয়ে গণমাধ্যমে জানালেন, তামিমাকে নিয়ে কেউ যেন বাজে কথা না বলে। আ মর'া শরীয়ত মতে বিয়ে করেছি। সেই সাথে আ মর'া সবাইকে জানিয়ে বিয়ে করেছি। আমি তামিমা'র পূর্বের বিয়ের কথা জানতাম এবং তার ডিভোর্সের কথাও আমি জানতাম।
বুধবার বিকেলে এক সংবাদ সম্মেলনে নাসির বলেন, আ মর'া যাই করেছি ইসলামী শরীয়ত মতেই করেছি। যদি আ মর'া কিছু লুকানোর চেষ্টা করতাম, তাহলে অনুষ্ঠান করে বিয়ে করতাম না। আ মর'া যা করেছি সব লিগ্যাল ভাবেই করেছি এবং অন্যায় কিছু করিনি বলেও মন্তব্য করেছেন ক্রিকেটর নাসির।
নাসিরের সুরে সুর মিলিয়ে তামিমা সুলতানা তাম্মি বলেন, সাবেক স্বামী রাকিবকে তালাক দিয়েই ক্রিকেটার নাসিরকে বিয়ে করেছি সেই সাথে, বিয়ে এবং সন্তান থাকা ছাড়া বাকি সব অ'ভিযোগ মিথ্যা বলে জানিয়েছেন ক্রিকেটার নাসির হোসেনের সদ্য বিবাহিত স্ত্রী তামিমা সুলতানা তাম্মি।
উল্লেখ্য, ব্যভিচার ও মানহানির অ'ভিযোগ এনে ক্রিকেটার নাসির হোসেন ও তার সদ্য বিবাহিত স্ত্রী তামিমা সুলতানা তাম্মির বিরু'দ্ধে সকালে মা'মলা দায়ের করেছেন তামিমা'র প্রথম স্বামী রাকিব হাসান। বুধবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো হা'ম্ম'দ জসিমের আ'দালতে তিনি এ মা'মলা দায়ের করেন।
যে যাই বলুক টাইগারদের একসময়কার মাঠ কাঁপানো ক্রিকেটার নাসির হোসেনের আইনসম্মত স্ত্রী এখন তামিমা হোসেন। তাই সব সমালোচনা বন্ধ করতে সংবাদ সম্মেলন করলেন নাসির। বিয়ে এবং ডিভোর্সের সকল তথ্য প্রমাণ নিয়ে গণমাধ্যমে জানালেন, তামিমাকে নিয়ে কেউ যেন বাজে কথা না বলে। আ মর'া শরীয়ত মতে বিয়ে করেছি। সেই সাথে আ মর'া সবাইকে জানিয়ে বিয়ে করেছি। আমি তামিমা'র পূর্বের বিয়ের কথা জানতাম এবং তার ডিভোর্সের কথাও আমি জানতাম।
বুধবার বিকেলে এক সংবাদ সম্মেলনে নাসির বলেন, আ মর'া যাই করেছি ইসলামী শরীয়ত মতেই করেছি। যদি আ মর'া কিছু লুকানোর চেষ্টা করতাম, তাহলে অনুষ্ঠান করে বিয়ে করতাম না। আ মর'া যা করেছি সব লিগ্যাল ভাবেই করেছি এবং অন্যায় কিছু করিনি বলেও মন্তব্য করেছেন ক্রিকেটর নাসির।
নাসিরের সুরে সুর মিলিয়ে তামিমা সুলতানা তাম্মি বলেন, সাবেক স্বামী রাকিবকে তালাক দিয়েই ক্রিকেটার নাসিরকে বিয়ে করেছি সেই সাথে, বিয়ে এবং সন্তান থাকা ছাড়া বাকি সব অ'ভিযোগ মিথ্যা বলে জানিয়েছেন ক্রিকেটার নাসির হোসেনের সদ্য বিবাহিত স্ত্রী তামিমা সুলতানা তাম্মি।
উল্লেখ্য, ব্যভিচার ও মানহানির অ'ভিযোগ এনে ক্রিকেটার নাসির হোসেন ও তার সদ্য বিবাহিত স্ত্রী তামিমা সুলতানা তাম্মির বিরু'দ্ধে সকালে মা'মলা দায়ের করেছেন তামিমা'র প্রথম স্বামী রাকিব হাসান। বুধবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো হা'ম্ম'দ জসিমের আ'দালতে তিনি এ মা'মলা দায়ের করেন।
মা'মলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ২০১১ সালের ২৬ ফেব্রুয়ারি তামিমা ও রাকিবের ৩ লাখ ১ টাকা দেনমোহরে বিয়ে ও রেজিস্ট্রি হয়। তাদের ৮ বছরের একটি মেয়েও রয়েছে (নাম প্রকাশ করা হলো না)। তামিমা পেশায় একজন কেবিন ক্রু।
তিনি বর্তমানে সৌদি এয়ারলাইন্সে কর্ মর'ত রয়েছেন। চাকরির সুবাদে তিনি বিগত ১০ মা'র্চ, ২০২০ তারিখে সৌদি আরব যান। করো'না ম হা'মা'রির কারণে জরুরি অবস্থার সৃষ্টি হলে তিনি সেখানে আট'কা পড়েন। এ সময়ে ফোন ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বাদীর সাথে তার যোগাযোগ 'হতো।
চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি তামিমা ও ক্রিকেটার নাসির হোসেনের বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা রাকিবের নজরে আসে। তিনি এতে 'হতবাক হয়ে যান। পরে পত্র-পত্রিকায় তিনি ঘটনার বি'ষয়ে সম্পূর্ণ জেনেছেন।
মা'মলায় অ'ভিযোগ করা হয়, রাকিবের স'ঙ্গে বৈবাহিক সম্পর্ক চলমান অবস্থাতেই তামিমা নাসিরকে বিয়ে করেছেন; যা ধ'র্মীয় এবং রাষ্ট্রীয় আইন অনুযায়ী সম্পূর্ণ অবৈ'ধ। নাসির প্র'লোভন দেখিয়ে তার স্ত্রী তামিমা'র সাথে বিবাহের সম্পর্ক দেখিয়ে অবৈ'ধ শারীরিক সম্পর্ক স্থাপন করেন যা ব্যাভিচারের শামিল।