বিবাহ বিতর্কের মাঝে এবার তামিমা তাম্মির গো'পন ছবি ফাঁ';স করে দিলেন নাসির হোসেনের সাবেক প্রেমিকা সুবাহ।
ম'ঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক পেজে তামিমা'র একটি ছবি পোস্ট করেন সুবাহ। যেখানে দেখা যায় সিগারেট সুখটান দিচ্ছেন তামিমা। মুহূর্তেই ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে হৈচৈ ফেলে দিয়েছে।
স্ত্রী তামিমাকে নিয়ে বের হচ্ছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। এবার তামিমা'র সাবেক স্বামী রাকিব জানালেন কি কারণে স্বামী সন্তানকে ছেড়ে নাসিরকে বিয়ে করেছে তামিমা।
তবে বিয়ের পর থেকেই লোকচক্ষুর আড়ালে রয়েছেন বিতর্কিত ক্রিকেটার নাসির হোসেন। একটি সুত্র বলছে, উত্তরা পশ্চিম থানায় তামিমা'র স্বামী রাকিব গত ১৮/২/২১ তারিখ জিডি করেন। এরপর থেকেই নাসির এবং তার নববিবাহিত স্ত্রী তামিমা তান্নি ওরফে শবনম মধুচন্দ্রিমা'র নামে মুলত আ'ত্মগো'পনে চলে গেছেন।
তামিমা তাম্মি এবং নাসিরের মোবাইল ফোনে দফায় দফায় যোগাযোগের চেষ্টা করেও বন্ধ পাওয়া গেছে। গত দুই দিনে
উত্তরায় তামিমা'র বাসায় সরেজমিন খোঁজ নিতে গেলে (বিয়ের পর যেখানে উঠেছিলেন) তামিমা'র ছোট ভাই অ'ভি জানিয়েছেন, দুজন-ই বাইরে আছেন, বিকালে বাসায় ফিরবেন। বিকালে গড়িয়ে সন্ধ্যা কিংবা পরদিনেও তারা আর বাসায় ফিরে আসেননি। এমনকি ছোট ভাই অ'ভিও ফোন ধরেননি।
এদিকে রাকিব জানিয়েছেন, তিনি আইনী পদ'ক্ষেপের বাইরে বিকল্প কিছু ভাবছেননা। একমাত্র সন্তানের মুখে দিকে তাকিয়ে হলেও তামিমা'র এমন কাজ করা ঠিক হয়নি। এর আগেও তামিমা নানা সময়ে নানা ছলচাতুরি করেছেন। প্রবাসী এক ছেলের সাথে প্রেমে জড়িয়েছেন। যা যেনেও মাফ করে দিয়েছিলেন। ওর মা’র কারনে সব অ'পকর্ম করে বেরিয়েছে। অর্থলোভী সুমি আক্তার-ই হচ্ছেন সব নষ্টের মুল। সূত্রঃ চ্যানেল২৪