২০২০ সালে কো'পা আমেরিকা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সেই কো'পা আমেরিকাতে কোন কোন দল অংশগ্রহন করবে সেটাও নির্দিষ্ট হয়েছিল। আমন্ত্রিত দল হিসেবে সেখানে খেলার কথা ছিল অস্ট্রেলিয়া এবং কাতারকে।
কিন্তু করো'না ভাইরাসের কারণে ২০২০ সালে কো'পা আমেরিকা অনুষ্ঠিত 'হতে পারেনি। সেটা এখন অনুষ্ঠিত হবে ২০২১ সালে।
কিন্তু ২০২১ সালে অনুষ্ঠিত 'হতে যাওয়া কো'পা আমেরিকাতে খেলা হবে না এই দুই দেশের। যখন কো'পা আমেরিকা অনুষ্ঠিত হবে তখন তাদের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ থাকবে। সেজন্য কো'পা আমেরিকাতে খেলা হবে না।
কিন্তু ২০২১ সালে অনুষ্ঠিত 'হতে যাওয়া কো'পা আমেরিকাতে খেলা হবে না এই দুই দেশের। যখন কো'পা আমেরিকা অনুষ্ঠিত হবে তখন তাদের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ থাকবে। সেজন্য কো'পা আমেরিকাতে খেলা হবে না।