সি'দ্ধান্ত প্লেয়ারদের। তারা যেটা ভালো মনে করে সেটাই করবে। তারা যদি জাতীয় দলে খেলার চেয়ে অন্য কোথাও খেলে ভালো থাকে এবং খেলতে চায় তাহলে বোর্ড তাদের পথে বাধা হবে না।
গতকাল এসব কথা বলেছিলেন বিসিবি সভাপতি পাপন। আইপিএলের কারণে শ্রীলঙ্কা সিরিজ টেস্ট খেলতে সাকিবের অস্বীকৃতির পর এই কথা জানিয়েছিলেন বিসিবি সভাপতি।
তবে কেবল সাকিব নয়, আইপিএলে ডাক পেয়েছেন বাংলাদেশের আরেক তারকা মুস্তাফিজ। সাকিবের অমন সি'দ্ধান্তের পর মুস্তাফিজ কোন পথে হাটে সেটাই ছিল দেখার।
তবে মুস্তাফিজ হেটেছেন ভিন্ন পথেই। জানিয়েছেন, আইপিএলের চেয়ে দেশ আগে। যদি দলে থাকেন তাহলে টেস্ট খেলতে কোন আপ'ত্তি নেই তার।
মুস্তাফিজ বলেন, “যদি আমাকে টেস্টে রাখে তাহলে আমি টেস্ট খেলব। সবার আগে দেশের খেলা। যদি না থাকি তাহলে তো বিসিবি আমাকে বলবে যে আমি নাই। তখন আমি তাদের বলব আইপিএলের কথা। যদি তারা আমাকে যেতে দেয় তাহলে আমি যাব' আইপিএলে।”