আইপিএল’র ১৪তম আসরে খেলতে আবেদন করেনদেশ সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বিসিবি’র কাছ থেকে ছুটিও পেয়েছেন তিনি। তবে এখনও বোর্ডের কাছে এখনো ছুটির আবেদন করেননি রাজস্থান রয়্যালসে সুযোগ পাওয়া মুস্তাফিজুর রহমান।
আইপিএলের ওই সময়টায় শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ আছে বাংলাদেশের। বিসিবি তাই অনুমতি দিলেও ভেতরে ভেতরে অসন্তুষ্টি আছেই। মোস্তাফিজও ব্যাপারটা আঁচ করতে পারছেন সম্ভবত। তাই সাকিবের মতো সরাসরি ছুটি চাননি। সোমবার বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের স'ঙ্গে দেখা করতে গিয়েছিলেন মুস্তাফিজ।
তিনি আইপিএল খেলতে যাব'েন কি-না জানতে চেয়েছেন। বিসিবি সভাপতি বলেন, মুস্তাফিজ আজকে এসেছিলো আমা'র কাছে। আমাকে বলেছে আইপিএলে যাব'ে কিনা জানতে চায়।
আমি বলেছি দেখো এখানে আমা'র কিছু বলার নাই। তুমি যেতে চাইলে আমা'দের কাছে একটা চিঠি দাও।