২০ ফেব্রুয়ারি শুরু হয়েছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ২০২১ এর আসর। গতকাল দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল লাহোর কালান্দার্স ও পেশোয়ার জালমি। আর নিজেদের প্রথম ম্যাচেই শাহীন-শাহ- আফ্রিদি ও র'শিদ খানের কল্যাণে ৪ উইকেট জয় পেয়েছে লাহোর।
আর এদিন পিএসএলে অ'ভিষেক হয় এ সময়ের অন্যতম সেরা তারকা ক্রিকেটার র'শিদ খান। আর এই ম্যাচেই ব্যাটে বলে দুর্দান্ত পারফর্ম করলেন অলরাউন্ডার 'হতে চাওয়া এই আফগান। এদিন করাচিতে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৪০ রান তুলে ওয়াহাব রিয়াজের পেশোয়ার।
দলের পক্ষে সর্বোচ্চ ৫০ রান করেন রবি বোপারা। এছাড়া ২৬ করে রান করেন শোয়েব মালিক ও রাদারফোর্ড। এছাড়া ২২ রান করেন আমা'দ বাট। লাহোরের বল হাতে ১৪ রানে ৩ উইকেট নেন আফ্রিদি। এছাড়া ২ উইকেট নেন সালমান মির্জা। বল হাতে উইকেট না পেলেও ৪ ওভারে মাত্র ১৪ রান দেন র'শিদ।
১৪১ রানের জবাবে ব্যাট করতে নেমে ৯ বল বাকি থাকতেই জয় তুলে নেয় লাহোর। দলের পক্ষে সর্বোচ্চ ৩৩ রান করে দলকে জেতান হাফিজ। তার সাথে ১ ছক্কা ও ৩ চারে ১৫ বলে ২৭ রানের অ'পরাজিত ইনিংস খেলে মাঠ ছাড়েন র'শিদ খান। এছাড়া ২২ রান করেন বেন ডাক। পেশোয়ারের পক্ষে দুইটি করে উইকেট নেন ওয়াহাব ও সাকিব মাহমুদ।