দেপর্তিভ অ্যালাভেজের বিরু'দ্ধে লা লিগার শেষ ম্যাচে মাঠে নেমে কিংবদন্তি জাভি হার্নান্ডেজের রেকর্ড ছুঁয়েছিলেন লিওনেল মেসি। কাদিজের বিরু'দ্ধে লিগের পরের ম্যাচেই জাভিকে টপকে বার্সেলোনার জার্সিতে লা লিগায় সবথেকে বেশি ম্যাচ খেলার রেকর্ড এককভাবে নিজের নামে করে নিলেন মেসি।
জাভি বার্সেলোনার হয়ে ৫০৫টি লা লিগা ম্যাচে মাঠে নামেন। অ্যালাভেজের বিরু'দ্ধে লা লিগা ম্যাচটি ছিল মেসির কেরিয়ারের ৫০৫ নম্বর লিগ ম্যাচ। কাদিজের বিরু'দ্ধে মাঠে নামা মাত্রই বার্সেলোনার হয়ে সবথেকে বেশি ৫০৬টি লা লিগা ম্যাচ খেলার নজির গড়েন আর্জেন্তাইন তারকা।
স্প্যানিশ জায়ান্টদের হয়ে সব টুর্নামেন্ট মিলিয়ে সবথেকে বেশি ৭৬৭টি ম্যাচ খেলার রেকর্ড রয়েছে জাভির নামে। যদিও সেই রেকর্ডও চলতি মর'শুমেই ছিন'িয়ে নিতে পারেন মেসি। সব টুর্নামেন্ট মিলিয়ে বার্সার হয়ে মেসি খেলেছেন ৭৬১টি ম্যাচ। শুধুমাত্র ইউরোপীয়ান চ্যাম্পিয়নশিপ ছাড়া বাকি সব ক্ষেত্রেই মেসি বার্সার হয়ে সবথেকে বেশি ম্যাচ খেলেছেন।
মেসি ইতমধ্যেই লা লিগার ইতিহাসে সবথেকে বেশি গোল করা রকের্ড নিজের দখলে নিয়েছেন। লা লিগায় এমন রেকর্ড গড়ার দিনে কাদিজের বিরু'দ্ধে গোল করেন মেসি। এটি তাঁর লিগ কেরিয়ারের ৪৬০ নম্বর গোল। যদিও বার্সেলোনা ম্যাচটি জিততে পারেনি। তারা ১-১ গোলে ড্র করে মাঠ ছাড়ে।