শুরুটা খুব একটা ভাল না হলেও আইপিএল ২০২১ নিলামের স্লগ ওভারে আন্দ্রে রাসেলের মতো বড় বড় হিট নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। শেষ বেলায় বেশকিছু গু'রুত্বপূর্ণ ক্রিকেটার কিনে কার্যত বাজিমাত করেছে বাজিগরের দল।তারই প্রেক্ষিতে আইপিএল ২০২১-এ কেকেআরের সম্ভাব্য প্রথম একাদশ কেমন 'হতে পারে, সেদিকে আলোকপাত করা হল।
ওপেনে গিল ও ত্রিপাঠীঃ আইপিএলের আগামী মর'সুমেও কেকেআরের হয়ে ইনিংস শুরু করতে দেখা যেতে পারে তরুণ শুভমান গিলকে। যিনি গত মর'সুমে ব্যাট হাতে ৪৪০ রান করেন। তাঁর স'ঙ্গী 'হতে পারেন রাহুল ত্রিপাঠী। যিনি গত মর'সুমে ব্যাট হাতে লড়াই করেছেন।
মিডল অর্ডারঃ তিন নম্বরে ব্যাট হাতে নামতে পারেন বাঁ-হাতি নীতীশ রানা। যিনি গত মর'সুমে ব্যাট 'হতে মিশ্র পারফরম্যান্স করেছেন। চার নম্বরে ব্যাট হাতে নামতে দেখা যেতে পারে ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মর'্গ্যানকে। যাঁকে এবারও কেকেআরের নেতা নির্বাচন করা 'হতে পারে। পাঁচ নম্বরে ব্যাট হাতে নামা'র কথা উইকেটরক্ষক দীনেশ কার্তিকের।
অল রাউন্ডারঃ চোট না থাকলে আগামী আইপিএলে কেকেরের জার্সিতে ব্যাট হাতে জ্বলে উঠতে পারেন আন্দ্রে রাসেল। তাঁকে ছয় নম্বরে ব্যাট করতে পাঠানো 'হতে পারে। সাত নম্বরে নামতে পারেন সুনীল নারিন। কেকেআর ব্যাটিং অর্ডারের আট' নম্বর স্থান প্যাট কামিন্সের জন্য অক্ষত থাকবে বলে মনে করা হচ্ছে।
বোলিং বিভাগঃ এবারও কেকেআরের বোলিং বিভাগের তরুণদের ভিড়। প্রথম একাদশে জায়গা পেতে পারেন শিবম মাভি, প্রসি'দ্ধ কৃষ্ণ এবং বরুণ চক্রবর্তী।
একনজরে কেকেআরের সম্ভাব্য একাদশঃ শুভমান গিল, রাহুল ত্রিপাঠী, নীতীশ রানা, ইয়ন মর'্গ্যান (অধিনায়ক), দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), আন্দ্রে রাসেল, সুনীল নারিন, প্যাট কামিন্স, প্রসি'দ্ধ কৃষ্ণ, শিবম মাভি, বরুণ চক্রবর্তী।