1. bappy.ador@yahoo.com : admin :
  2. hostctg@gmail.com : Sports Editor : Sports Editor
  3. Onlynayeemkhanbd@gmail.com : Admin admin : Admin admin
  4. editor@sports-gossip.com : Edotpr Edotpr : Edotpr Edotpr
মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১, ১১:৪০ অপরাহ্ন

জীবনে প্রথমবার বলেই ভয় পাচ্ছিলাম: দীঘি

  • সময় সোমবার, ৮ নভেম্বর, ২০২১
  • ৩৬ পঠিত

ছোট্ট দীঘি এখন ষোলকলা যুবতী। সম্প্রতি ‘টু'ঙ্গিপাড়ার মিয়া ভাই’ নামের একটি ছবির শুটিংও শেষ

করেছেন তিনি। তবে শুটিং শেষ হলেও প্রথমবার হওয়ায় ভয়টা এখনো কাটেনি এই উঠতি নায়িকার।

মুঠোফোনের বিজ্ঞাপন দিয়ে এরপর বেশ কিছু চলচ্চিত্রে দুর্দান্ত অ'ভিনয় করে ঢালিউডের জনপ্রিয় শিশুশিল্পী

হিসেবে সবার নজর কাড়েন। সেই ছোট্ট দীঘি এখন ষোলকলা যুবতী। এখন পুরোদস্তুর নায়িকা হওয়ার পথে ‘চাচ্চু’ কিংবা ‘দাদী মা’ খ্যাত এই অ'ভিনেত্রী।

সম্প্রতি নায়িকা হিসেবে একস'ঙ্গে শাপলা মিডিয়ার দুটি ছবিতে চুক্তিব'দ্ধ হয়েছেন দীঘি।

প্রথম কোনো ছবিতে নায়িকা চরিত্রে শুটিংয়ের অনুভূ'তি জানাতে গিয়ে দীঘি বলেন, অবাক লাগছে, পুরো একটা ছবির শুটিং শেষ করে ফেললাম। সবাই খুব আন্তরিক ছিল। শামীম আহমেদ রনি দারুণ নির্দেশনা দিয়েছেন। কাজে ফেরার অ'ভিজ্ঞতাটা দারুণ ছিল।

তবে শুটিং শেষ হলেও ভয়টা এখনো কাটেনি এই উঠতি নায়িকার। দীঘি বলেন, নায়িকা হিসেবে দর্শকদের মন কতটুকু জয় করতে পারি এই ভেবে। আমি আমা'র সেরাটুকু দেয়ার চেষ্টা করেছি। তারপরও মনের মধ্যে অজানা ভয় কাজ করছে।

‘তুমি আছো তুমি নেই’ নামের নতুন আরো একটি ছবিতে চুক্তিব'দ্ধ হয়েছেন দীঘি। সিনি ইসলামের পরিচালনায় আগামী মাসের ছবিটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। ছবিটিতে দীঘির নায়ক হিসেবে থাকছেন বাপ্পী চৌধুরী।

এছাড়াও শাপলা মিডিয়ার আরো বেশ কয়েকটি ছবিতে নায়িকা হিসেবে দেখা যাব'ে দীঘিকে।

গ্রামীণফোনের ‘বাবা জানো আমা'দের একটা ময়না পাখি আছে না’ বিজ্ঞাপনের মধ্য দিয়ে শোবিজে আসেন ছোট্ট দীঘি। এরপর শিশুশিল্পী হিসেবে ‘লীলা মন্থন’, ‘দ্য স্পিড’, ‘চাচ্চু আমা'র চাচ্চু’, ‘রিকসাওয়ালার ছেলে’, ‘অবুঝ শিশু’, ‘১ টাকার বউ’, ‘বাবা আমা'র বাবা’, ‘সাজঘর’, ‘চাচ্চু’, ‘দাদিমা’, ‘কাবুলিওয়ালা’র মতো জনপ্রিয় ছবিতে অ'ভিনয় করে সবার নজর কাড়েন দীঘি।

দীঘির মা প্রয়াত দোয়েল ও বাবা সুব্রত দুজনই চলচ্চিত্র অ'ঙ্গনের পরিচিত মুখ। বাবা-মায়ের দেখানো পথ ধরেই ঢালিউড নায়িকা হিসেবে ক্যারিয়ার শুরু করলেন দীঘি।

খবরটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | স্পোর্টস গসিপ.কম
Theme Customized By Sports Gossip
error: Content is protected !!