ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে (আইএল) অনেকে গণ্য করেন বিশ্বের সবচেয়ে জমজমাট ক্রিকেট আসর হিসেবে। জাতীয় দলের খেলায়ও অনেকে আগ্রহ হারিয়ে ফেলেন আইপিএল খেলার মোহে। সেই আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের অংশগ্রহণ চোখে পড়ার মত নয়। বিগত বছরগু'লোতে আইপিএলে খেলে সুনাম কুড়িয়েছেন কেবল সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান।
চতুর্দশ আসরেও এই দুই ক্রিকেটারই শুধু দল পেয়েছেন। বাংলাদেশিদের পিছিয়ে রাখা হচ্ছে কি না, কিংবা বাংলাদেশি বলে সাকিব-মুস্তাফিজদের মূল্য কম উঠছে কি না- জাএনজি আইসক্রিমের ফেসবুক লাইভে এক ভক্তের এমন প্রশ্নে মুখ খুলেছেন সাকিব। সাকিব বলেন- ‘দেখু'ন, এখানে অনেক অনেক বি'ষয় জড়িয়ে আছে।
প্রথম কথা হচ্ছে, খুব বেশি সফল খেলোয়াড় যায়নি আইপিএলে বাংলাদেশ থেকে। দ্বিতীয়ত সবসময় আ মর'া এভেইলেবল থাকি না। যদি পুরো টুর্নামেন্টে এভেইলেবল থাকি তাহলে আরও বেশি খেলোয়াড়ের দল পাওয়ার সম্ভাবনা থাকবে। সেদিক থেকে আসলে তাদের উপর পুরো দোষ দেওয়া যাব'ে এটা ঠিক না।
অনেকেই মনে করেন, বাংলাদেশি বলেই সাকিব আইপিএলে আরও ভালো দাম পান না। তবে সাকিবের নেই কোনো আ'ক্ষেপ। তিনি বলেন, ‘ভাই আমি খুব ভালো আছি, বাংলাদেশে জন্ম হয়েছে। এটা নিয়েই আমি গর্বিত। তাই আমা'র অন্য কোনো দেশে জন্ম নেওয়ার ইচ্ছা নেই।