নেইমা'র এবং এমবাপ্পে উভয়েই পিএসজিতে এসেছিল ২০১৭ সালে এবং উভয়ের স'ঙ্গেই পাঁচ বছরের চুক্তি করেছিল পিএসজি। সেই চুক্তির মেয়াদ শেষ হয়ে যাব'ে ২০২২ সালেই।
বিভিন্ন গনমাধ্যমের মতে, নেইমা'রের স'ঙ্গে পিএসজি নতুন করে চার বছরের জন্য চুক্তি করতে যাচ্ছে। শীগ্রই সেই চুক্তির খবর প্রকাশ্যে আসবে।
কিন্তু কিলিয়ান এমবাপ্পের স'ঙ্গে পিএসজির নতুন চুক্তির বি'ষয়টি এখনো ঝুলে আছে। এমবাপ্পে রাজি হচ্ছেনা চুক্তি করতে।
অনেকেই মনে করছে রিয়াল মা'দ্রিদে খেলতে চায় এমবাপ্পে। সেজন্য পিএসজির স'ঙ্গে নতুন চুক্তি করতে অনিহা তার। কেননা নতুন চুক্তি করলে সহসাই আর রিয়ালে খেলা হবে না তার।
সাবেক আর্সেনাল তারকা রবার্ত পিরেসও তেমনটাই মনে করেন। তিনিও ভবি'ষ্যতে রিয়ালের জার্সিতেই দেখতে পাচ্ছেন এমবাপ্পেকে।
পিরেস বলেন, “একজন ফরাসি হিসেবে বার্সার বিপক্ষে এমবাপ্পের হ্যাটট্রিকে আমি বেশ খুশি হয়েছি। পিএসজি ভালো খেলেছে। যখন আপনার এমবাপ্পে এবং ভেরাত্তির মত প্লেয়ার থাকবে, তখন আপনার জয়ের সম্ভাবনা বেড়ে যাব'ে।
“তার ভবি'ষ্যত! আমি এখনো মনে করি রিয়াল মা'দ্রিদ বিশ্বের সেরা প্লেয়ারদের চায় এবং জিনেদিন জিদান তাকে চায়। আমি জানিনা কবে এমনটা হবে, কিন্তু সে একদিন রিয়ালের হয়ে খেলবে।”