আগামী মা'র্চে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে মাঠে নামবে ব্রাজিল। মা'র্চে দুটি ম্যাচ খেলবে ব্রাজিলিয়ানরা। এই দুই ম্যাচের জন্য দল ঘোষণার আগে নেইমা'রের অবস্থা পর্যবেক্ষন করছে ব্রাজিল।
বর্তমানে নেইমা'র আছে ইনজুরিতে। কিন্তু বলা হচ্ছে নেইমা'রের এই ইনজুরি হয়তো ১ মাসের জন্য। তাই ব্রাজিলের হয়ে ম্যাচগু'লো খেলার সম্ভাবনা অনেক প্রবল তার।
আগামী মা'র্চের ১১ তারিখে চ্যাম্পিয়নস লিগের ম্যাচ রয়েছে পিএসজির। ওই ম্যাচেই নেইমা'রের খেলার সম্ভাবনা রয়েছে।
তাই ওই ম্যাচে যদি নেইমা'র খেলে তাহলে তো ব্রাজিলের ম্যাচগু'লোতে খেলার সম্ভাবনা রয়েছেই।