পিএসজি তারকা মা'র্কুইনহোসকে পূর্বেও কেনার চেষ্টা করেছিল বার্সালোনা। কিন্তু পিএসজি তাকে কোন ভাবেই ছাড়তে রাজি হয়নি। মা'র্কুইনহোস নিজেও অবশ্য বলেছিল যে পিএসজিতেই তার ক্যারিয়ার শেষ করতে চান।
কিন্তু তাতে রিয়ালের বয়েই গেছে। তারা বরং মা'র্কুইনহোসের প্রতি নজর রাখছে যদি তাকে কেনা যায় এটা ভেবে।
দিয়ারিও গোল জানিয়েছে, সার্জিও রামোস রিয়াল মা'দ্রিদ ছাড়ছেন সেটা অনেকটাই যেন নিশ্চিত। রাফায়েল ভারানের ভবি'ষ্যতও ঠিক নেই। তাই একজন দীর্ঘমেয়াদী ডিফেন্ডার কিনতে চায় রিয়াল। সেখানে রিয়ালের টার্গেটে অনেকেই আছে। তারমধ্যে আছে ব্রাজিল ও পিএসজির এই তারকাও।
পিএসজি এমনিতেই ডিফেন্স নিয়ে সমস্যায় আছে। থিয়াগো সিলভা চলে যাওয়ার কারণে তারা একজন নির্ভরযোগ্য সেন্টারব্যাক হারিয়েছে। এখন দলটির ডিফেন্সের প্রান মা'র্কুইনহোস। তাই মা'র্কুইনহোসকে তারা বিক্রির চিন্তাও হয়তো করবে না।