বার্সালোনার বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডের প্রথম লেগের ম্যাচে খেলতে পারেনি নেইমা'র জুনিয়র। ইনজুরির কারণে খেলতে পারেনি এই ব্রাজিলিয়ান তারকা।
দ্বিতীয় লেগেও খেলতে পারবে কিনা সেটা নিয়েছে শঙ্কা। যদি খেলার নির্দিষ্ট সময়ের আগে নেইমা'র ফিট 'হতে পারেন তাহলে হয়তো দেখা যাব'ে তাকে বার্সার বিপক্ষে দ্বিতীয় লেগের ম্যাচে।
যদিও পিএসজি কোচ পচেত্তিনো জানিয়েছেন নেইমা'রকে নিয়ে কোন রকম রিস্ক নিতে রাজি নন তিনি। নেইমা'র সুস্থ হলেই তাবে নামানো হবে বলে জানিয়েছেন তিনি।
পচেত্তিনো বলেন, “নেইমা'রের সেরে উঠার বি'ষয়টি আমা'দের মেডিকেল টিম পর্যবেক্ষন করছে। প্লেয়ারের স্বাস্থ্য আমা'দের কাছে সবচেয়ে বেশি অগ্রাধিকার।”