বিশ্ব ভালোবাসা দিবসে (১৪ ফেব্রুয়ারি) আকদ হয়েছে, এবার বিয়ের সব আনুষ্ঠানিকতা সারার পালা।কিন্তু বিয়ের আমেজ শেষ 'হতে না 'হতেই বিস্ফোরণ! স্বামী ও সন্তান রেখেকেই বিয়ের পিঁড়িতে বসেছেন নাসিরের স্ত্রী তামিমা তামি।
রাকিবের দাবি, ২০১১ সালে রাকিবের স'ঙ্গে তামিমা'র বিয়ে হয়। তালাক না দিয়ে নতুন বিয়ে করেছেন তামিমা। এখনও তাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক রয়েছে। তাই তামিমা'র বিরু'দ্ধে থানায় জিডি করেছেন তিনি।
বি'ষয়টি নিয়ে একাধিবার নাসিরের স'ঙ্গে যোগাযোগের চেষ্টা চালানো হলে তার ব্যবহৃত দুটি মোবাইল নম্বর বন্ধ পাওয়া যাচ্ছে।
নাসিরের বড় ভাই নাসিম হোসেন জানিয়েছেন, বি'ষয়টি নিয়ে মন্তব্য করতে রাজি নন।
তিনি বলেন, আপাতত কিছু বলতে চাচ্ছি না। ‘অ'পেক্ষা করুন, নাসির নিজেই সব স্পষ্ট করবেন।’