রাজধানী ঢাকার উত্তরায় গেল ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে জমজমাট অনুষ্ঠানের মধ্য দিয়ে কেবিন ক্রু তামিম্মাকে বিয়ে করেছেন ক্রিকেটার নাসির হোসেন। গতকাল শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) হয়েছে বিবাহোত্তর সংবর্ধনা। তার পরেদিনই অ'ভিযোগ উঠেছে ৮ বছরের কন্যাকে রেখে আগের স্বামীকে তালাক না দিয়েই নাসিরের স'ঙ্গে বিয়ে করেছেন স্ত্রী তামিম্মা তামি।
আজ শনিবার (২০ ফেব্রুয়ারী) দুপুরে রাইসা ইসলাম বাবুনি নামক এক ফেসবুক ব্যবহারকারীর একটি পোস্ট ভাইরাল হয়। যেখানে তামিমা'র স্বামী রাকিবের পক্ষে দাবি করা হয়েছে, এখনও তাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক রয়েছে। তাদের ঘরে রয়েছে ৮ বছর বয়সী একটি মেয়ে সন্তানও। তালাক না দিয়ে নতুন বিয়ে করায় তামিমা'র বিরু'দ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন রাকিব।
এদিকে ফেসবুকে ভাইরাল হওয়া ওই পোস্টে রাকিবের স'ঙ্গে নাসিরের একটি অডিও কলও রয়েছে। যেখানে ক্রিকেটার নাসির হোসেনের একটি ফোন রেকর্ড মিলেছে যেখানে রাকিবকে ফোন করে জিডি করার ব্যাপারটি ধামাচাপা দিতে বলেন নাসির।
রাকিবের প্রশ্ন ছিল আপনি কি তামিমা সম্পর্ক সব কিছু জানেন? ”উত্তরে নাসির হোসেন বলেন তার সব কিছু জেনেশুনেই আমি তাকে বিয়ে করেছি। তার বাচ্চা আছে ,তার আগেও বয়ফ্রেন্ড ছিল সবকিছুই আমি জানি। আপনার বৌ আপনার সাথে ভালো থাকলে নিশ্চই আপনার ১১ বছরের সংসার ভে'ঙ্গে আমা'র কাছে চলে আসতো না।”
গত ২০১১ সালে রাকিবের স'ঙ্গে তামিমা'র বিয়ে হয়। বর্তমানে সৌদিয়া এয়ার লাইন্সের কেবিন ক্রু হিসেবে কর্ মর'ত রয়েছেন তিনি।
এদিকে নাসিরের স'ঙ্গে একাধিকার যোগাযোগ করা হলেও তার ব্যবহৃত মোবাইল নম্বর বন্ধ পাওয়া যাচ্ছে। বি'ষয়টি নিয়ে নাসিরের বড় ভাই নাসিম হোসেনের স'ঙ্গে জানতে চাওয়া হয়।