সিপ্লাস প্রতিবেদক: গেলো ১৪ ফেব্রুয়ারি বিয়ে করেছেন জাতীয় দলের ব্যাডবয় খ্যাত ক্রিকেটার নাসির হোসেন। তবে তার ৬ দিনের মাথায় সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অডিও ফাঁ'স হয়। যেখানে দুজন ব্যক্তির কথোপকথনে একজন নিজেকে ক্রিকেটার নাসির পরিচয়ে অন্যজনের সাথে কথা বলতে শোনা যায়। যা নিয়ে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সর্বত্র তোলপাড় শুরু হয়েছে।
ফেসবুকে শনিবার (২০ ফেব্রুয়ারী) দুপুর ১২টা ১৮ মিনিটে ‘Raisa Islam Babuni’ নামের একটি আইডি থেকে ক্রিকেটার নাসিরের সদ্য বিবাহিত স্ত্রী তামিমা তাম্মির আগের বিয়ে,৮ বছরের কন্যা সন্তান এবং আগের স্বামীকে ডিভোর্স না দেয়াসহ যাব'তীয় তথ্য আপডেট রাখা হচ্ছে।
কথোপকথনে শোনা যায়, তামিমা'র আগের স্বামী রাকিব গেলো ২০১১ সালে তাঁদের বিয়ের কথা নাসিরকে জানায়। এছাড়া সে ডিভোর্স না দিয়ে নাসিরকে বিয়ে করে বলেও তামিমা'র প্রথম স্বামী রাকিবের দাবি।
এর আগে একই আইডি থেকে নিজেকে একজন পু'লিশ কর্মকর্তার মেয়ে দাবি করে, ক্রিকেটার নাসিরের বউয়ের আগের স্বামী রাকিবকে নিয়ে একাধিক পোস্ট করা হয়।
যে পোস্টের কমেন্ট বক্সে মেয়েটি মানুষের প্রশ্নের জবাবে বলছিলেন- সে (রাকিব) আমা'র বাবার কাছে আইনি সহায়তার জন্য এসেছে। প্রস'ঙ্গত বাংলাদেশ ক্রিকে'টের ‘ব্যাডবয়’ খ্যাত এ অলরাউন্ডারের ক্যারিয়ারের চেয়ে তার ব্যক্তিগত জীবনই এসেছে আলোচনায়।
তার নারী ভক্ত-বান্ধবী নিয়ে নানা মুখরোচক গল্প খবরের শিরো'নাম হয়েছে। তার একাধিক মোবাইল সিম ব্যবহার করা নিয়ে মন্তব্য করেছিলেন স্বয়ং বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।