উয়েফা চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে মুখোমুখি হয়েছিল বার্সালোনা এবং পিএসজি। দুই দলের প্রথম লেগের ম্যাচে বার্সার মাটিতেই পিএসজি জিতেছিল ৪-১ গোলের ব্যবধানে।
এই ম্যাচে বার্সালোনা হেরে যায় এক এমবাপ্পের কাছেই। তিনটি গোল করেন তিনি। আর এমবাপ্পের এমন পারফর্মেন্সে মোটেও অবাক হননি রিয়াল কোচ জিদান।
ভ্যালোদলিদের বিপক্ষে ম্যাচের আগে সংবাদসম্মেলনে জিদান বলেন, “আমি সব ম্যাচ দেখি এবং ভালো জিনিসগু'লো সবসময় উপভোগ করি। আমি অন্যান্য সব ভক্তদের মতই।”
এমবাপ্পেকে রিয়াল কিনবে কিনা এমন প্রশ্নে জিদান বলেন, “আমি এসবের মধ্যে যাব' না। সবাই এই ম্যাচটি নিয়ে কথা বলছে এবং এমবাপ্পে যা করেছে তাতে আমি অবাক নই, কারণ আমি তাকে ভালো করেই জানি।”
এমবাপ্পেকে রিয়াল কিনবে কিনা এমন প্রশ্নে জিদান বলেন, “আমি এসবের মধ্যে যাব' না। সবাই এই ম্যাচটি নিয়ে কথা বলছে এবং এমবাপ্পে যা করেছে তাতে আমি অবাক নই, কারণ আমি তাকে ভালো করেই জানি।”